চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি মিড রেঞ্জে আরও একটি ৫জি স্মার্টফোন লঞ্চ করলো। এই ফোনের নাম শাওমি মি ১০ লাইট ৫জি। আসলে শাওমি ধীরে ধীরে মিড রেঞ্জে ৫জি ফোন এনে বাজার দখল করতে চাইছে। আমরা ৪জি স্মার্টফোনের ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষ্য করেছিলাম। শাওমি মি ১০ লাইট ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেওয়া হয়েছে। ইউরোপের মার্কেটে এই ফোনটির প্রথম সেল শুরু হবে।
এই ফোনের স্টোরেজ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে মি ১০ লাইট ৫জি ফোনে পাবেন ৬.৫৭ ইঞ্চি এমোলেড ডিসপ্লে। এর ওয়াটারড্রপ নচ এর মাঝে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিকে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনে পাবেন স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর।
ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। যদিও অন্য তিনটি সেন্সর সম্পর্কে জানা যায়নি। এই এই ক্যামেরায় প্রো মোড সাপোর্ট করবে। মি ১০ লাইট ৫জি ফোনটি সাদা, ধূসর ও সবুজ রঙে এসেছে। আবার এতে পাবেন ২০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৪,১৬০ এমএএইচ ব্যাটারি।
আকর্ষণীয় ডিজাইনে শাওমি মি নোট ১০ লাইট ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : অ্যালুমিনিয়াম ফ্রেম, গরিলা গ্লাস ৫ সামনে এবং পিছনে ১৫৭.৮×৭৪.২×৯.৭ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / এলটিই / ৪ জি
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৪৭ ইঞ্চি বাঁকা এমোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন :১০৮০×২৩৪০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : স্ন্যাপড্রাগন ৭৩০জি
মেমোরি কার্ড : কোনও মাইক্রোএসডি স্লট নেই
অভ্যন্তরীণ স্টোরেজ : ৬/৮ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪/১২৮
রিয়ার ক্যামেরা : ৬৪,৮,২,৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ১৬মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি,আইআর ব্লাস্টার।
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ৩০ ওয়াট চার্জিং দ্রুত সমর্থিত