ভিভো ফ্ল্যাগশিপ ফোনের বাজারে উন্মোচন করেছে ভিভো এক্স৫০ প্রো প্লাস। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর, ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, কোয়াড ক্যামেরা এবং ৪,৩১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভো এক্স৫০ প্রো প্লাস ফোনটির ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। এই কাটআউটের মধ্যেই ফোনটির সেলফি ক্যামেরা অবস্থিত। ভিভো এক্স৫০ প্রো প্লাস এর ব্যাক প্যানেলে ‘প্রো’ ব্র্যান্ডিঙের সঙ্গে রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এতে গিম্বেল ক্যামেরা সিস্টেমসহ হাই-স্টেবল ফোটো ও ভিডিও ক্যাপচার করতে সক্ষম এমন থিন রেগুলার ক্যামেরা সেন্সর আছে। ভিভো এক্স৫০ প্রো প্লাস এর ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটির ব্যাক প্যানেলে ফক্স লেদার ফিনিশ দেওয়া হয়েছে যা একে যথেষ্ট প্রিমিয়াম লুক দেয়।
এই ফোনটি কোম্পানির ‘ভিভো এক্স৫০’ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। এই ফোনটির ব্যাক প্যানেলে ফক্স লেদার ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে পাঞ্চ-হোল কাটআউটসহ ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে এইচিডিআর১০+ সাপোর্টেড এবং ১২০ হার্জ রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন৮৬৫ SoC তে রান করে। এতে ৮ জিবি র্যামের সঙ্গে ২৫৬জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ভিভো এক্স৫০ প্রো প্লাস অ্যান্ড্রয়েড ১০ এর সঙ্গে ফনটাচ ওএসে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ওয়্যার চার্জিং সাপোর্টেড ৪,৩১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৫০ (এফ/১.৬) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৮ (এফ/৩.০) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১৩ (এফ/২.৫) মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স ব্যবহার করা হয়েছে। এর টেলিফটো লেন্স দিয়ে ৫এক্স পর্যন্ত অপটিক্যাল জুম এবং ৬০এক্স হাইপার জুম রয়েছে। এর ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে।
সেলফি তোলার জন্য ৩২ (এফ/২.৫) মেগাপিক্সেলের পাঞ্চহোল সেলফি ক্যামেরা রয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও AK4377a হাই-ফাই অডিও চিপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি,৪জি,এলটিই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।