রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোনের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি এক্স৩। অফিশিয়াল টিজার ভিডিওতে পরবর্তী এই ফ্ল্যাগশিপ তুলে ধরেছে কোম্পানিটি। এছাড়া বিভিন্ন মাধ্যমে ফোনটির নানা তথ্য ফাঁস হয়েছে। ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর এবং ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি পুরো চার্জ দিতে ৫৫ মিনিট সময় লাগবে।
ফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। নতুন এই ফোনটিতে থাকছে ১০৮০×২৪০০ পিক্সেলের ডিসপ্লে। এছাড়া থাকছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, স্ন্যাপড্রাগণ ৮৫৫ প্লাস চিপসেট এবং ১২ গিগাবাইটের র্যাম। এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬৪০ রয়েছে।
রিয়েলমি এক্স৩ ফোনটিতে ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।
ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়াল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ও ১২,৮,২ মেগাপিক্সেলের আরো তিন টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ।
রিয়েলমি এক্স৩ ফোনটিতে ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে।