তাইওয়ানের আসুস ও চীনের টেন্সেন্ট এর যৌথ ভাবে তৈরী স্মার্টফোন আসুস আরজি ফোন ৩ সম্পর্কে কিছুদিন আগেই তথ্য ফাঁস হয়েছিল। এমনকি জানা গিয়েছিল ফোনটি জুলাই মাসে আসবে। এবার কোম্পানি নিজেই এই ফোনের লঞ্চের তারিখ জানালো।
যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে আসুস তাদের Weibo পেজে জানিয়েছে যে এই গেমিং ফোনটি জুলাই মাসে লঞ্চ হবে। প্রসঙ্গত আসুস আরওজি ফোন ২ তেও আসুসের সাথে হাত মিলিয়েছিল টেন্সেন্ট, যারা পাবজি গেমের মূল কোম্পানি।
রিলিজের আগেই ইতোমধ্যে ‘টেনে’ সার্টিফিকেশন প্লাটফর্মে লিক হয়েছে আপকামিং আসুস আরজি ফোন ৩ স্পেসিফিকেশন্স।
লিক হওয়া তথ্য অনুযায়ী, আপকামিং আরজি ফোন ৩’র ডিজাইন ও আউটলুক দেখতে অনেকটা পূর্বের আরজি ফোন ২’র মতোই। আসুসের আরজি লাইনআপ সম্পূর্ণ গেমিং সেন্ট্রিক হওয়ায় আপকামিং এই ডিভাইজটিতেও গেমারদের জন্য থাকছে বিশেষ ফিচার। লাইটনিং লোগো, আরজিবি স্ট্রিপস, অরা লাইটিং, রিফ্রেশ রেট কন্ট্রোল, পারফরম্যান্স বুস্ট এবং আরো আনুষাঙ্গিক ফিচার। আরজি ফোন ৩’তে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের লেটেস্ট স্নাপড্রাফন ৮৬৫ চিপসেটের ওভারক্লকড ভেরিয়েন্ট। ফোনটিতে বাদ যায়নি অডিও পোর্ট।
আকর্ষণীয় ডিজাইনের গেমিং সেন্ট্রিক আসুস আরজি ফোন ৩ ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭১×৭৮××৯.৯ এমএম
নেটওয়ার্ক সমর্থন :জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / এলটিই / ৫জি
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৫৯ ইঞ্চি অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ১০৮০×২৩৪০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : স্ন্যাপড্রাগন ৮৬৫
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৮/১২ জিবি + ১২৮/২৫৬ জিবি
রিয়ার ক্যামেরা : ৬৪,১৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ৩০ ওয়াট চার্জিং সমর্থন