কিছুদিন আগে কোম্পানি রিয়েলমি এক্স৩ সিরিজের সাথে ওয়্যারলেস ইয়ারফোনকে লঞ্চ করেছিল। রিয়েলমি বাডস কিউ ফুল চার্জে ২৫ ঘণ্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। এটি কালো, হলুদ ও সাদা রঙে পাওয়া যাবে।
রিয়েলমি তাদের এই নতুন বাডস কিউ ফ্রান্স ডিজাইনার Jose Levy এর সাথে মিলিয়ে বানিয়েছে। এটি ১০ মিমি ড্রাইভার্স এর সাথে এসেছে। যেটি আইপিএক্স৪ রেটিং প্রাপ্ত। অর্থাৎ জল ও ধুলোবালি রোধী এটি। রিয়েলমি বাডস কিউ এর ওজন ৩.৬ গ্রাম এবং এর কেস সহ ওজন ৩৫.৩ গ্রাম। এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে স্ট্যান্ডার্ড এসবিসির পাশাপাশি এএসি কোডেক সাপোর্ট করে।
রিয়েলমি দাবি করেছে এর কেস ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। যদিও এখানে বাডস এয়ার এর মত কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। ইয়ারফোনটিতে চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। এতে রিয়েলমে লিংক অ্যাপ্লিকেশন, সুপার-লো লেটেন্সি মোড, টাচ কন্ট্রোল এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী, ইয়ারফোনটি ফুল চার্জে একটানা সাড়ে চার ঘন্টা গান শুনতে দেয়। আবার এর কেসের সাহায্যে ফুল চার্জে ২৫ ঘণ্টা ব্যাকআপ পাওয়া সম্ভব।