অ্যাপল এবার ক্যামেরা নিরাপদ রাখার জন্য যারা প্লাস্টিকের ছোট কভার ব্যবহার করেন তাদের সতর্ক করেছে। প্রতিষ্ঠানটি এই কভার ক্যামেরায় রেখে ম্যাকবুক এয়ার কিংবা ম্যাকবুক প্রো ‘ক্লোজ’ না করার পরামর্শ দিয়েছে।
বলা হচ্ছে, চলতি মাসের শুরুর দিকে অ্যাপল তাদের ব্যবহারকারীদের জন্য একটি সাপোর্ট পেজ খুলেছে। তাদের ওয়েবসাইটের এই পেজে এমন পরামর্শ দেখা গেছে। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, ক্যামেরা কভারসহ ল্যাপটপ বন্ধ করলে ডিসপ্লের ক্ষতি হতে পারে। কারণ কীবোর্ড এবং ডিসপ্লে খুব আঁটসাঁট থাকে, এতে ক্ষতি হতে পারে লাইট সেন্সরেরও।
যাদের কভার ব্যবহার করা খুব জরুরি, তারা কাজ শেষে ল্যাপটপ বন্ধের আগে কভারটি খুলে রাখতে পারেন। ক্যামেরা সংক্রান্ত আরও প্রাইভেসির ক্ষেত্রে বলা হয়েছে, কোন কোন অ্যাপ ক্যামেরা ব্যবহার করছে সেটি নিয়মিত পরীক্ষা করা উচিত ব্যবহারকারীদের। কোনো অ্যাপকে ক্যামেরা অ্যাকসেস দিতে না চাইলে ক্যামেরা সেকশন থেকে ‘পারমিশন’ বাতিল করতে পারেন।