বিদ্বেষমূলক বক্তব্যের নীতিমালা অমান্য করায় মার্কিন যুক্তরাষ্ট্রে তিন লাখ ৮০ হাজার ভিডিও সরিয়েছে টিকটক।
বৃহস্পতিবার চীনের বাইটড্যান্স মালিকানাধীন ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি আরও বলেছে, বিদ্বেষমূলক কনটেন্ট পোস্ট করায় ১৩০০ এর বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এবারে জাতিভিত্তিক হয়রানি, শূন্য সহনশীলতা নীতিমালা অমান্য করা সংঘবদ্ধ বিদ্বেষমূলক গ্রুপ এবং হত্যাকাণ্ড এবং দাসত্বের মতো কনটেন্টের দিকে নজর দিয়েছে বলে ব্লগ পোস্টে জানিয়েছে টিকটক।
কনটেন্ট পর্যালোচনা চর্চা নিয়ে ইতোমধ্যেই সমালোচনার মুখে রয়েছে টিকটক।
প্রতিষ্ঠানের মার্কিন ব্যবসা বেচতে গত সপ্তাহে বাইটড্যান্সকে ৯০ দিনের সময় বেধে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অ্যাপটির মাধ্যমে সংগৃহীত ডেটা চীনা সরকারের কাছে পাঠানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন কর্তৃপক্ষ।
এদিকে টিকটক দাবি করেছে, তারা কখনোই চীনে ডেটা পাঠায়নি এবং তাদেরকে বলা হলেও এমনটা করবে না।
টিকটকের ব্যবসা কিনতে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে মাইক্রোসফট, টুইটার এবং ওরাকলের মতো বড় প্রতিষ্ঠানগুলো।