রিয়েলমি বাংলাদেশে লঞ্চ করতে চলেছে তাদের সি সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি সি ১২ ৷ আগে থেকেই এই নিয়ে বেশ তোড়জোড় ছিল ৷ আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ফোনটি লঞ্চ হতে চলেছে৷ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার এম এ এইচ এর একটি লং লাস্টিং ব্যাটারি। যেটি আপনাকে অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে।
তাহলে চলুন এই ফোনটির একটি ছোট্ট স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক!
প্রথমে কথা বলা যাক ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে!
ফোনের পেছনে দেওয়া হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি৷ পেছনে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা এবং তার সাথে তিনটি ক্যামেরাযুক্ত ক্যামেরা সেটআপ। ডান দিকে দেওয়া হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন৷
নিচের দিকে দেওয়া হচ্ছে একটি টাইপ সি পোর্ট, তার সাথে একটি হেডফোন জ্যাক এবং প্রাইমারি স্পিকার।
বাম দিকে থাকছে স্লট৷
ফোনের সামনের দিকে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি এইচডি প্লাস ডিসপ্লে৷ যার স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭%
ডিসপ্লে এবং ডিজাইন মিলিয়ে ফোনটি দারুন লাগে৷ ডিসপ্লে এবং ডিজাইন এর মধ্যে এক ধরনের সামঞ্জস্যতা রয়েছে ফোনটিতে।
আরে ফোনের প্রসেসর এর কথা বলতে গেলে বলা চলে এটি একটি গেমিং প্রসেসর৷ কারণ এখানে দেওয়া হয়েছে হেলিও জি ৩৫ প্রসেসর৷ যার ফলে আপনি সহজেই যেকোনো ধরনের গেম খেলতে পারবেন৷
এতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রোম।
আর ফোনটি লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন এর সাথে৷ যা রান করবে রিয়েলমি ইউ আই এর সাথে। থাকছে আরো নতুন কিছু আপডেট৷
ফোনের ক্যামেরা সেটআপ হিসেবে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ৷
যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এছাড়াও থাকছে টু মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা৷
ফোনটির সামনে দেয়া হচ্ছে ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সেটআপ৷ প্রাইস অনুযায়ী আমাদের কাছে ক্যামেরা সেটআপ ঠিকঠাক মনে হয়েছে৷
ফোনের সিকিউরিটি ব্যবস্থা হিসেবে দেয়া হয়েছে ফেস আনলক এবং তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷
এবং সর্বশেষে যে কারণে ফোনটি সকলের কাছে বেশ সমালোচিত হতে যাচ্ছে সেটি হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬০০০ এম এ এইচ মেগা ব্যাটারি৷ যা চার্জ করার জন্য সাথে দেখা হবে দশ ওয়াট এর নরমাল চার্জার৷ তবে সকলের আশা ছিল রিয়েলমি এই ফোনটির সাথে একটি ফাস্ট চার্জিং টেকনোলজির সমৃদ্ধ চার্জার দেবে।
তবে রিয়েলমি এই ফোনটির ক্ষেত্রে সেটি করেনি!
এবার আসা যাক দাম এবং ফোন কবে লঞ্চ করা হবে সেই ব্যাপারে৷
ফোনটির সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মূল্যে ১২০০০ টাকা ( কম বেশি )
ফোনটি বাংলাদেশে আজকে সন্ধাতে লঞ্চ করা হবে৷