একসময়কার মোবাইলের রাজত্বের মুকুটধারী মোবাইল ফোন আবার ফিরে এসেছে অ্যান্ড্রোয়িড এর ছোয়া নিয়ে। যার পরিবর্তন সবাকে মুগ্ধ করেছে।
কি দেওয়া হল নোকিয়া ৮০০০ ৪ জি তে চলুন দেখে আসা যাক:
নকিয়া ৮০০০ এ ডিসপ্লেটা ছোটই দেওয়া হয়েছে সেটি ২.৮ ইঞ্চি বিশিষ্ট। এটি কাই ওএস এ চলে। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এবং প্রত্যেকটিই হবে ন্যানো সিম। এই ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ২১০ প্রসেসর।
এই ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে ৪ জিবি। এস ডি কার্ড ব্যাবহার করা যাবে সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত। এই ফোনটি বাটোন হলেও এতে দেওয়া হয়েছে ৫১২ মেগাবাইট এর র্যাম। ৪জি সাপোর্টেড এই মোবাইল ফোনটি।
নোকিয়া ৮০০০ এই মোবাইল ফোনটিতে ২ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। এখানে ও থাকছে ৩.৫ মিলিমিটার এর অডিও জ্যাক। ১৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি থাকছে সাথে। এফ এম রেডিও, জি পি এস সহ সকল অসুবিধাই থাকছে এই ফোনে। আলোচ্য ফোনটির ওজন দেওয়া হয়েছে ১১০.২ গ্রাম মাত্র। যার আয়তন ১৩২.২*৫৬.৫*১২.৩৪ মিলিমিটার।
এবার দেখে আসি নোকিয়া ৮০০০ মোবাইল ফোনটির মূল্য কত ধরা হয়েছে :
নোকিয়া ৮০০০ ৪জি মোবাইলটির মূল্য ধরা হয়েছে ৭৯ ইউরো যার ভারতীয় মূল্য ৬৯০০ রুপি। মোবাইলের রং হবে কালো,সাদা,নীল,সোনালী এসব হবে বলে জানা গেছে।