পোকো মোবাইলের অফিসিয়াল ভাবে টুইটারে বলেছে চলতি মাসের ২৪ তারিখেই লঞ্চ হতে চলেছে পোকো এম ৩ মোবাইলের। পোকো মোবাইলগুলো বেশ ভালই সার্ভিস দিচ্ছে মোবাইল জগতে। চলুন এই মোবাইলের ফিচার কি দেওয়া আছে তা দেখে নেওয়া যাক।
প্রথমেই আলোকপাত করা যাক পোকো এম ৩ মোবাইলের ডিসপ্লে নিয়ে:
পোকো এম ৩ মোবাইলে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন টু বডির অনুপাত ৮৪.৫%। রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০*২৪০০ পিক্সেল। পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৮৬। এছাড়া দেওয়া হয়েছে কণর্িং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা। মোবাইলটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২০৯ গ্রাম। যার আকার ১৬৫.৮*৭৬.৭*৮.৮ মিলিমিটার। ফোনের সামনে এবং পেছনে উভয়েই গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে। পোকো এম ৩ মোবাইল ফোনটি ৩ টি রং এ পাওয়া যাবে সেগুলো হল ধূসর, বেগুনী, সাদা ও নীল রং এ। উক্ত মোবাইলটিতে ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম।
এবার আলোকপাত করা যাক মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়ে:
ফোনটির রিয়ার ক্যামেরা গুলো হল ৪৮ মেগাপিক্সেল এর প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ ক্যামেরা। সাথে রয়েছে এল ই ডি ফ্ল্যাশ। ভিডিও কোয়ালিটি গুলো যথাক্রমে ১০৮০ পি ৩০/৬০/১৩০ এফ পি এস, ৭২০ পি ৯৬০ এফ পি এস। মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। বেশ ভাল লেগেছে আমার কাছে ক্যামেরা সেকশন।
এবার আলোকপাত করা যাক পোকো এম ৩ এর হার্ডওয়্যার নিয়ে:
অ্যান্ড্রোয়িড ১০ দেওয়া হয়েছে উক্ত মোবাইলটিতে। চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৭২০ জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬১৮। এই মোবাইলটির র্যাম দেওয়া হয়েছে ৪ জিবি এবং ফোন স্টোরেজ দেওয়া হয়েছে ৬৪ জিবি।
পোকো এম ৩ মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। বেশ ভাল ব্যাটারি ব্যাকআপ দিবে এখানে। অন্যান্য ফোংুলোর মত এখানে ও দেওয়া হয়েছে ব্লুটুথ, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। আরো দেওয়া হয়েছে ২.০ টাইপ সি পোর্ট। বলা হচ্ছে এই ফোনেটিকে পাবজি খেলার জন্য সেরা ফোন। অর্থাৎ কোন রকম হাই রেজুলেশনের গেম খেলে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। ৫ জি সাপোর্টেড এই মোবাইলটির মূল্য এখনো বাংলাদেশের বাজারে ঠিক করা হয়নি।