সাধারণ মনিটরের তুলনায় কার্ভড মনিটরে গেমিং অভিজ্ঞতা যে অনেক বেশী সুখদায়ক, তা আমরা অল্পবেশী জানি। এতে চোখের ওপরে চাপ যেমন কম পড়ে, তেমনই দৃষ্টি আরো প্রসারিত হয়। ফলে একজন গেমের ভিতরে বুঁদ হয়ে যেতে পারে এবং তাও চোখের তেমন কোন ক্ষতি ছাড়াই! ঠিক এই কারণেই সাউথ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং দুটি কার্ভড গেমিং মনিটর ভারতে লঞ্চ করলো। স্যামসাং ওডিসি জি৯ এবং স্যামসাং ওডিসি জি৭ নামক স্যামসাংয়ের এই দুটি মনিটর যথাক্রমে ৪৯ ইঞ্চি এবং ৩২ ও ২৭ ইঞ্চি স্ক্রিন সাইজ ভ্যারিয়েন্টে বাজারে এসেছে।
স্যামসাং এর ওডিসি সিরিজের মনিটর ১০০০ এমএমের কার্ভেচার রেডিয়াস সহ লঞ্চ হয়েছে, যা মানুষের চোখের পক্ষে যথেষ্ট স্বস্তিদায়ক। এগুলিই বিশ্বের প্রথম 1000R মনিটর বলে স্যামসাং দাবী করেছে। তাদের আরো বক্তব্য, এই মনিটরগুলিতে ১ এমএস রেসপন্স টাইম ও ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। তাছাড়া বিশ্বে তারা এই প্রথম ডুয়াল-কোয়াড হাই ডেফিনিশন (DQHD) মনিটর নিয়ে আসলো বলে জানিয়েছে। এই মনিটরে QLED পিকচার কোয়ালিটি সাপোর্ট করবে। তাছাড়া মনিটরগুলি Nvidia G-Sync ও DP1.4 Adaptive Sync উপযোগিতার সাথে উপলব্ধ।
স্যামসাং ওডিসি জি৯ মনিটরের স্পেসিফিকেশন
স্যামসাংয়ের এই মনিটরটি একটি ডুয়াল-কোয়াড হাই ডেফিনেশন গেমিং মনিটর, যার পিক্সেল রেজোলিউশন ৫১২০ x ১৪৪০। মনিটরটির রিফ্রেশ রেট ২৪০ হার্টজ এবং এর রেসপন্স টাইম ১ এমএস। এর ডিসপ্লের আসপেক্ট রেশিও ৩২:৯। এটি ১০০০আর কার্ভেচার ও ১০০০ cd/m2 পিক ব্রাইটনেস সহ এসেছে। এছাড়া মনিটরটিতে কোয়ান্টাম ডট প্রযুক্তি সম্পন্ন HDR1000 VA প্যানেল ব্যবহার করা হয়েছে।
স্যামসাং ওডিসি জি৭ মনিটরের স্পেসিফিকেশন
গুণাবলি এবং পারফর্মেন্সের দিক থেকে এই মনিটরের সঙ্গে ওডিসি জি৯ এর বিশেষ কোন পার্থক্য নেই। শুধুমাত্র স্ক্রিন সাইজের দিক থেকে এটি ওডিসি জি৯ এর তুলনায় সামান্য ছোট। এর ৩২ ইঞ্চি ও ২৭ ইঞ্চি স্ক্রিনযুক্ত দুটি বিকল্প বাজারে পাওয়া যাবে।
এই মনিটরটিও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও ১ এমএস রেসপন্স টাইম সহ এসেছে। এর ডিপ কার্ভড QHD ডিসপ্লে’র পিক্সেল রেজোলিউশন ২৫৬০ x ১৪৪০। এছাড়া এর আসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে HDR600 VA প্যানেল ও ৬০০ cd/m2 পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।