টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইফোনে খুব কমই সমস্যা হতে দেখা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন ১১ মডেলের কিছু কিছু স্মার্টফোনে ডিসপ্লেতে সমস্যা দেখা দিয়েছিল। তাই আপনার ব্যবহৃত আইফোন ১১ স্মার্টফোনটিতেও ডিসপ্লেজনিত কোনো ত্রুটি দেখা দিলে শরণাপন্ন হতে পারেন অ্যাপলের। রিপেয়ার প্রোগ্রামের আওতায় বিনামূল্যে ঠিক করে নেয়া যাবে আপনার ফোনটিও।
অ্যাপল বলছে, বিক্রির তুলনায় খুব সামান্য পরিমাণ আইফোন ১১-তেই এমন সমস্যা দেখা গেছে। ডিসপ্লে মডিউলের সমস্যার কারণে ত্রুটিযুক্ত ফোনগুলো একসময় টাচ রেসপন্স কাজ করে না। আর এইসব ফোন বানানো হয়েছে ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের মে মাসের মধ্যে।
প্রয়োজনে এসব আইফোন বিনামূল্যে পাল্টে (রিপ্লেস) দেবে অ্যাপল। পাশাপাশি, এর আগে এই সমস্যার কারণে আইফোন সার্ভিস সেন্টারে টাকা দিলে তাও ফিরিয়ে দেয়া হবে।
আপনার ফোনটি এই সুবিধার আওতাভুক্ত কি না তা জানতে ফোনের সিরিয়াল নম্বর দিয়ে খুঁজতে হবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে।
তবে মনে রাখতে হবে, শুধুমাত্র আইফোন ১১ মডেলের স্মার্টফোনগুলোই এই সুবিধার আওতাভুক্ত। ১১ প্রো কিংবা ১১ প্রো ম্যাক্স নয়।