নকিয়া তার প্রথম পিওর বুক সিরিজের প্রথম নোকিয়া ল্যাপটপ চালু করতে চলেছে। অনলাইন মার্কটপ্লেসে ছবি সহ ল্যাপটপটির স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন কথা না বাড়িয়ে এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক।
নোকিয়া পিওরবুক এক্স ১৪ দেওয়া হবে ইন্টেল এর কোর আই ৫ প্রসেসর। এবং এখানে ডলবি অ্যাটমস পাশাপাশি ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটির ওজন হবে প্রায় ১.১ কিলোগ্রাম এবং এর সাথে ইউ এস বি ৩.০ এইচ ডি এম আই পোর্ট প্রচারিত ছবিতে দেখা গেছে। এই ল্যাপটপের বিস্তারিত এখনো পুরোপুরি প্রচার করা হয়নি। পুরোপুরি এর প্রচারনা দ্রুতই আমরা দেখতে পাবো। নোকিয়ার এই ল্যাপটপটি কালো রং এ পাওয়া যাবে। এটির ফুল কি বোর্ড সাইজ হবে এবং টাচপ্যাডটি বেশ বড় হবে।
নকিয়ার নয়টি ল্যাপটপ এক সাইটে প্রকাশিত হয়েছে, মডেলগুলির মধ্যে ৫ টি ইন্টেল কোর আই ৫ প্রসেসর ও ৪ টি ইন্টেল কোর আই ৩ চিপ এর হবে বলে ধারণা করা যাচ্ছে। নোকিয়া পিওরবুক এক্স ১৪ এর মূল্য ও পুরো বিবরনী এখনো প্রকাশ পায়নি।