আধুনিক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হল স্মার্টফোন। অফিস, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথাবার্তা, বাড়ির কাজ ও বিনোদনের জন্য ইদানিং এই ডিভাইসেরই চল সবচেয়ে বেশি। আর বেশি ব্যবহারের সবচেয়ে চাপ পড়ে স্মার্টফোনের ব্যাটারিতে। এরফলে কোনও না কোনও ভাবে ব্যাটারির মেয়াদ কম হয়ে যায়। তখন বারবার চার্জ দিতে হয়। অনেক সময় কয়েক ঘন্টা চার্জ দেওয়ার পরও ফোনের ব্যাটারি দ্রুতই ফুরিয়ে যায়। এখন কয়েকটি টিপস দেখে নেওয়া যাক, যা ব্যাটারির মেয়াদ বাড়াতে সহায়ক হতে পারে।
মোবাইলের চার্জ সেভিং এর কিছু যাদুকরি টিপসঃ-
১/অটো আপডেট বন্ধ করে রাখুন।এই অটো আপডেট চালু থাকলে আপনার অযান্তেই তলে তলে আপডেট হয়ে যায় আপনার ফোনের সব অ্যাপস।যার ফলে খরচ হয় আপনার ফোনের ব্যাটারি এবং ডাটা।এর জন্য অনেকে খেয়াল করে দেখেন রাতে ফোনে চার্জ ছিল ১০০ আর সকালে উঠে দেখেন চার্জ হয়ে গেছে ৭০।আর এই সমস্যার মূল কারণ হচ্ছে অটো আপডেট।তআই এখন এ বন্ধ করুন আপনার ফোনের অটো আপডেট ।
২/আপনার ফোনের ডাটা অফ করে রাখুন।কারণ ডাটা অন করে রাখলে অনেক ব্যাটারি খরচ হয়।কিন্ত ওয়াই ফাই এর ক্ষেত্রে এমঅন কোন কিছু নেই ।কারণ ওয়াইফাই তেমন ব্যাটারি খরচ করে নাহ।তাই শুধু যখন আপনার ডাটা অন করার দরকার পরবে শুধু তখন ই অন করুন।
৩/আপনার ফোনের লোকেশন অফ করে রাখুন।কেননা লোকেশনের জন্য আপনার মোবাইলটী স্যাটেলাইট এর সাথে যুক্ত থাকে।যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি খরচ হয়।সেজন্য জখন আপনার লোকেশনের প্রয়োজন হবে তখন ই লোকেশন অন করুন।
৪/ আপনার মোবাইলে ডার্ক ওয়ালপেপার ব্যবহার করুন।আপনি খেয়াল করলে দেখবেন যখন ফোনে এক্সট্রিম ব্যাটারি সেভার অন করা হয় তখন আপনার ফোনের ওয়ালপেপার ডার্ক হয়ে যায়।কারণ ডার্ক ওয়ালপেপার ব্যাটারি কম খরচ করে।
৫/আপনার ফোনের ব্যাটারি সেভার অন করে রাখুন।আজকাল প্রায় সব ফোনেই এই ফিচারস আছে।এটি আপনার ব্যাটারি কম খরচ হতে অনেক সাহায্য করে থাকে।
৬/খুব বেশি দরকার না হলে আপনার ফোনের ভাইব্রেশন অফ করে রাখুন।কারণ এই ভাইব্রেশন হতে যে মটর কাপে সেটা হতে অনেক ব্যাটারি খরচ হয়। তাই দরকার না হলে ভাইব্রেশন অফ করে রাখুন।