নতুন বছরে এসে লেনোভো ল্যাপটপ লাগাতার অনেক ভালো ফিচারের ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে। বিশেষ করে ইয়োগা সিরিজের কয়েকটি ল্যাপটপ আসছে এবং সেগুলোর দারুণ ফিচার দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা ধরে রাখতে এবার নিয়ে আসছে লেনোভো ইয়োগা স্লিম ৭ আই প্রো। ইতিমধ্যে এই ল্যাপটপটির লঞ্চ হয়ে গেছে।
চলুন দেখে আসি লেনোভো ইয়োগা স্লিম ৭ আই প্রো এর স্পেসিফিকেশনঃ
লেনোভো ইয়োগা স্লিম ৭ আই প্রো ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ২.৮ কে এর ওএলইডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ২৮৮০X১৮০০ পিক্সেল। এই ডিসপ্লেটি স্যামসাং দ্বারা উৎপাদন করা হয়েছে। লেনোভো ইয়োগা স্লিম ৭ আই প্রো ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর রিফ্রেশ রেট যা ল্যাপটপটিকে খুব ফাস্ট রাখবে। উক্ত ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১১তম জেনারেশনের ইন্টেল কোর ৭ প্রসেসর। এছাড়া র্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি এবং স্টোরেজ দেওয়া হয়েছে ১ টিবি এর এস এস ডি কার্ড । এই ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.৪৫ কেজি এবং বেশ স্লিম ও বটে। এই ল্যাপটপটির বিশেষ গুণ হচ্ছে এটি ডি সি আই –পি৩ তে ১০০ শতাংশ এবং আর জি বি কালার গামুট করতে ১২৫ শতাংশ সক্ষম। এছাড়া এল সি ডি প্যানেলে নীল আলোকে ৭০ শতাংশ শোষণ করতে সক্ষম। এবং সরাসরি সূর্যের আলোতে দেখা যায় তাতে কোন প্রকার সমস্যা হবেনা।
এবার আলোচনা করা যাক লেনোভো ইয়োগা স্লিম ৭ আই প্রো এর মূল্য নিয়েঃ
এই ল্যাপটপটি চলতি বছরের শেষের দিকে এশিয়া প্যাসিফিক, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং উত্তর আমেরিকাতে পাওয়া যাবে। উক্ত ল্যাপটপটির প্রত্যাশিত মূল্য ৭৯৯ ইউরো যার বাংলাদেশী মূল্য ৮২,৪১০ টাকা।