চীনভিত্তিক হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি, যা চলতি বছর ৩০ কোটি ডিভাইসে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠানটির সফটওয়্যার বিভাগের প্রধান ওয়াং চেংলু বলেন, হারমনি অপারেটিং সিস্টেম (ওএস) গুগলের অ্যান্ড্রয়েড কিংবা অ্যাপলের আইওএসের কপি না। খবর গিজমোচায়না।
মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে গুগলের সঙ্গে ব্যবসায় সম্পর্ক নিয়ে জটিলতায় পড়ে হুয়াওয়ে। এরই জেরে ২০১৯ সালে প্রথমবারের মতো নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম হারমনি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করে প্রতিষ্ঠানটি। যদিও ২০১৬ সালের মে থেকে নিজস্ব সফটওয়্যার প্রকল্পের কাজ শুরু করেছিল হুয়াওয়ে। সর্বশেষ গত বছর ডিসেম্বরে হারমোনি ওএসের ২.০ সংস্করণ উন্মোচন করা হয়।