স্মার্টফোন বিশ্বে হুয়াওয়ে তাদের ওয়াই সিরিজের আরও একটি নতুন ফোন হুয়াওয়ে ওয়াই নাইন এ লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো এই ফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশন আছে, কি কি আকর্ষণীয় ফিচার আছে এবং আরো জানাবো বাংলাদেশে এই ফোনটির দাম কত হতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমেই শুরু করা যাক ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে।
ফোনটি পাবেন তিনটি কালার ভেরিয়েন্ট এর।মিডনাইট ব্লাক, স্পেস সিলভার এবং আরেকটি হলো সাকুরা পিংক এর। আর এর ব্যাক সাইডে আপনারা পাবেন প্লাস্টিকের বিল্ট।যেখানে দেওয়া হয়েছে গ্লসি এবং গ্রেডিয়ান ফিনিশ। এখানে আপনারা দেখতে পাবেন সার্কুলার সেপে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যেটি দেখতে খুব আকর্ষণীয় লাগবে।
এবারে কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে।
এতে থাকছে ৬.৬৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। অর্থাৎ ১০৮০ এবং ২৪০০ পিক্সেল এর।যার পিপিআই ডেনসিটি হলো ৩৯৭। ওভারঅল ডিসপ্লেটি দেখতে খুবই ভালো হবে কারণ এটি ফুল ভিউ ডিসপ্লে।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে।
এর ব্যাক সাইডে আপনারা যে ক্যামেরা দেখতে পাবেন তার প্রাইমারি সেন্সরটি হলো ১৬মেগাপিক্সেল এর,8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২মেগাপিক্সেল এর সেন্সর এবং ২ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা।অভার অল ডেসিং ক্যামেরাও এখানে আপনারা পাবেন। এবং এর ফ্রন্ট এ রয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। এই ফোনে যে প্রসেসর ইউজ করা হয়েছে তা হলো মিডিয়াটেক হেলিও ৮০ অক্টা কোর প্রসেসর। এর জিপিইউ হলো মালে জি ৫২ এম সি ২। ফোনটি আপনারা পাবেন ৬ জিবি রেম,১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি রেম,১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এই দুইটি ভেরিয়েন্ট এর । ফোনটি রান করবে আউট অফ দা ফক্স অ্যান্ড্রয়েড ১০ এ যেটি কাস্টমাইজড করা থাকবে এম ইউ আই ১০.১ এ ।সিকিউরিটির জন্য ফোনটিতে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার । যেটি খুব কল এবং ডিসেন্ট ।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে।
এতে থাকছে ৪২০০ মিলিএম্পিয়ার এর একটি হিউজ ব্যাটারি এবং ৪০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। মোবাইল ফুল চার্জ হতে সময় লাগবে ৪০ থেকে ৪৫ মিনিট। তাই এটা কিন্তু খুবই আকর্ষণীয়।
বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ১৭০০০ থেকে ১৮০০০ টাকার মধ্যে। এই ছিল হুয়াওয়ে ওয়াই নাইন এ ফোনের সকল যাবতীয় ফিচার। যারা কম বাজেটের মধ্যে ভালো ফোন পেতে চান তারা এই ফোনটি কিনতেই পারেন।