করোনার এই মহামারিতে রিয়েলমি তাদের এক্স সিরিজের আরও একটি নতুন ফোনরিয়েলমি এক্স৫০ ৫ জি লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ফোনের প্রসেসর ব্যাটারি এবং অন্যান্য আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো ।
তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমে কথা বলি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে।
এটি একটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিল্ট এর তৈরি ।এর ডাইমেনশন হচ্ছে ১৬৩.৮*৭৫.৮*৮.৯ মিলিমিটারের । এবং ফোনটির ওজন হল ১৯৪ গ্রাম। এবারের কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এতে আপনারা পাচ্ছেন ৬.৫৭ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রেজুলেশন হলো১০৮০*২৪০০ এবং পিপিআই ডেনসিটি হলো ৪০১।এতে থাকছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে এবং ব্যাকসাইড দুপাশেই পাচ্ছেন কর্নিং গরিল্লা গ্লাস প্রটেকশন।
এবারে কথা বলি ফোনটির পারফরম্যান্স নিয়ে।
অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড১০ যা রান করবে রিয়েলমি ইউ আই১.০ এর সাথে। এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন৭৬৫ জি যান৭ ন্যানোমিটার আরকিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর।এর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো৬২০। ফোনটির রেম হিসেবে দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন৬,৮ এর সাথে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে।
এখানে ফোনটির রিয়ারে পাচ্ছে ১.৮ অ্যাপাচার এ ৪৮ মেগাপিক্সেল এর একটি প্রাইমারি সেনসর,৮ মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা। ফোনের সামনে পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল এর একটি প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে।
ফোনটিতে থাকছে ৪২০০ মিলি এম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং ৩০ ওয়াট এর একটি সুপার ফাস্ট চার্জার। ফোনটি থাকছে দুইটি কালার ভেরিয়েন্ট এর। একটি হল জাঙ্গাল গ্রীন এবং আরেকটি হল আইস সিলভার। এতে ২ জি,৩ জি,৪ জি,৫ জি এবং ওয়াইফাই এর সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে থাকছে৩.৫ এমএম জ্যাক। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে আপনারা পাবেন ফেস আনলক এর পাশাপাশি সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সুবিধা।
বাংলাদেশের বাজারে ফোনটি দাম হতে পারে ৩৪০০০ টাকার মতো।