আসুস ল্যাপটপের নাম শুনলেই আমাদের মাথায় আসে ৬০-৭০ হাজার বা লাখ টাকার গেমিং ল্যাপটপের চিত্র কিন্তু আসলে ব্যাপারটা এমন না। এসুস একতা প্রিমিয়াম ব্র্যান্ড হলেও এর আছে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আর এমনই এক ল্যাপটপ নিয়েই এবারের আলোচনা। তবে চলুন জেনে নেই আসুস এক্স৪৪১ এমএ ল্যাপটপে কী কী আছে এবং এটা আপনার জন্য ভাল হবে নাকি না।
যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। ২৭ হাজার টাকা বাজেট থাকলেই এই ল্যাপটপ নিতে পারছেন তাই এর কাছে খুব একতা বেশি আশা করবেন না। কেননা একটা ২৫ হাজার টাকার বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিশ্চয় একটা ৫০ হাজার টাকার মিড-লেভেল ল্যাপটপের মতো ফিচার বা পারফরমেন্স দিবে না। তবে এর বাজেটের মধ্যে থেকে ল্যাপটপটা আসলেই দুর্দান্ত।
প্রোসেসর হিসেবে এতে দেওয়া আছে ইন্টেল সেলেরন এন৪০০০ যার ক্লক স্পীড ১.১ গিগাহার্য থেকে ২.৬ গিগাহার্য এবং এই প্রোসেসরে সর্বোচ্চ পাওয়ার কনসাম্পশান ৬ ওয়াট এবং সর্বোচ্চ ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম সমর্থন করে।
ডিসপ্লে হিসেবে দেওয়া আছে ১৪ ইঞ্চির ১৩৬৬x৭৬৮ রেজুলেশান সমৃদ্ধ ৬০ হার্য রিফ্রেশ রেটের এইচডি ডিসপ্লে।
এতে র্যাম হিসেবে থাকছে ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম সাথে ১ টেরাবাইতের হার্ড ডিস্ক। এতে আরও থাকছে ট্রিপল সেল ব্যাটারি ও ইন্টেল ইউএইচডি ৬০০ গ্রাফিক্স। এতে দেওয়া থাকছে এন্ডলেস অপারেটিং সিস্টেম ও ৩৩ ওয়াটের চার্জার।
এতে থাকছে একটি ইথারনেট পোর্ট, ১টা ইউএসবি-সি(৩.০) ও ২টা ইউএসবি-এ(৩.০ ও ২.০) পোর্ট। এতে আরও থাকছে একটি অডিও কম্বো পোর্ট এবং এইচডিএমআই ও ভিজিএ পোর্ট। সাথে ব্লুটুথ ৪.০ ও ওয়াইফাই এর সুবিধা তো আছেই।
ল্যাপটপটির ব্যাটারিসহ ওজন মাত্র ১.৭ কেজি এবং লম্বায় প্রায় ৩৫ সেন্টিমিটার। ২ বছরের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপ পাবেন ২৬ হাজার ৫০০ টাকার আশেপাশে।