আসুস একটা প্রিমিয়াম ব্র্যান্ড এবং তাদের প্রাইসের থেকে শুরু করে বিল্ড কোয়ালিটি পর্যন্ত সবকিছুই এক কথায় প্রিমিয়াম। তবে তাদের ল্যাপটপেরও বেশ কিছু স্তর আছে যেমন এন্ট্রি লেভেল, মিড লেভেল, গেমিং, এক্সট্রিম আরও অনেক লেভেল্র ল্যাপটপ। আর এইবার আমরা একটু ঘেটে দেখব মিড লেভেলের একটি ল্যাপটপের খুটিনাটি। তবে চলুন শুরু করা যাক।
সবার আগে দেখে নিতে হবে এর প্রোসেসর কেমন। এতে ব্যবহ্রা করা হয়েছে ইন্টেল কোর আই৩ ৮ম প্রজন্মের প্রোসেসর যার ক্লক স্পীড ২.১ গিগাহার্য থেকে শুরু করে ৩.৯ গিগাহার্য পর্যন্ত। এতে আছে একটি ১৫.৬ ইঞ্চির ১৯২০x১০৮০ রেজুলেশানের ফুল এইচডি ডিস্প্লে। এতে গ্রাফিক্স হিসেবে শেয়ার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
এতে দেওয়া থাকছে ৪ গিগাবাইটের ডিডিআর৪ র্যাম যার বাস স্পীড ২৪০০ মেগা হার্য। তবে র্যাম আপগ্রেড করে সর্বোচ্চ ২৪০০ মেগা হার্যের ১৬ গিগাবাইতের ডিডিআর৪ র্যাম ব্যবহার করা যাবে। এতে আরও দেওয়া থাকছে একটি ১ টেরাবাইট স্টোরেজের সাটা হার্ড ডিস্ক যার স্পীড হলো ৫৪০০ আরপিএম। এবং অপারেটিং সিস্তেম হিসেবে জেনুইন উইন্ডোজ ১০ দেওয়া থাকছে।
এতে একটি ফুল সাইজ কীবোর্ড ব্যবহার করা হয়েছে এবং সাথে ব্যাক লাইট দেওয়া থাকবে। তাই যারা কীবোর্ড না দেখে তাইপিং করতে পারেন না তাদের রাতের অন্ধকারে তাইপিং করতে বেশ সুবিধা হবে। তবে এই ল্যাপটপে কোন অপটিক্যাল ড্রাইভ না থাকায় আপনি সিডি ব্যবহারের কোন সুযোগ নেই। পাশাপাশি এতে আছে একটি এইচডি ওয়েবক্যাম ও একটি মাইক্রো এসডি কার্ড রিডার।
এবার তাহলে কানেক্টিভিটির কথায় আসি। এই ল্যাপটপে আছে ৩টি ইউএসবি টাইপ-এ পোর্ট যার ২টি ইউএসবি ২.০ ও একটি ইউএসবি ৩.১। এতে আরও আছে একটি ইউএসবি টাইপ-সি ৩.১ পোর্ট।
মাল্টি মিডিয়ার বেলায় এতে আছে কেওটি এইচডিএমআই পোর্ট একটি কম্বো অডিও পোর্ট। পাশাপ্সহি এতে আছে এসুসের সনিক মাস্টার স্টেরিও অডিও সিস্টেম যেটাতে ব্যবহার করা হয়েছে স্মার্ট অ্যামপ্লিফায়ার যার ফলে সরবোচ্চ অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
আপগ্রেডিং এর বেলায়ও বেশ সুবিধা আছে এতে। এতে আছে একটি অতিরিক্ত র্যাম স্লট যার সাহায্যে কতদূর পর্যন্ত আপগ্রেড করে ব্যবহার করা যাবে সেটা প্রথম দিকেই বলা হয়েছে। যেটা এখনো বলা হয় নি তা হলো এই ল্যাপটপে একটি অতিরিক্ত এমডট ২ স্লট আছে এবং এর সর্বোচ্চ এসএসডি সাপোর্ট হলো ৫১২ গিগাবাইট।
ট্রিপল সেল লিথিয়াম প্রিসম্যাটিক ব্যাটারির এই ল্যাপটপটির ওজন মাত্র ১.৮ কেজি এবং ১৪.২২ ইঞ্চি লম্বা হওয়ায় এই ল্যাপটপটি সহজেই ব্যাগে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে। ২ বছরের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপ পেতে পারেন প্রায় ৫০ হাজার টাকায়।