অপো মোবাইল এই বছরের বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে ইতিমধ্যে। লো, হাই এবং মিড বাজেটের ফোন গুলিও শোভা পেয়েছে এখানে। এবার ও মিড বাজেটের একটি ফোন নিয়ে আসছে সেটি হল অপো এ ৫৫ ৫জি। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই ফোনটির। একনজরে দেখে আসা যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে থাকছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পিএস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ৭২০X১৬০০ পিক্সেল। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির।
বডিঃ
এই মোবাইলটির ওজন হবে মাত্র ১৮৬ গ্রাম এবং এর আয়তন হবে ১৬৩.৯X৭৫.৭X৮.৪ মিলিমিটার। রিদম কালো এবং ব্রিক্স নীল রঙ এ পাওয়া যাবে এই মোবাইলটি। ডুয়েল সিম ব্যবহার করা যাবে উক্ত ফোনটিতে। সবং সীম গুলো হবে ন্যানো সীম। এই ফোনটির স্ক্রিন টু বডির অনুপাত হবে ৮৩.৮ শতাংশ।
হার্ডওয়্যার:
অপো এ ৫৫ ৫জি এর চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপিইউ থাকছে অ্যাড্রিনো ৬১৯। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ ব্যবহার করা হয়েছে এখানে। এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ । এই বাজেটের জন্য এটি সেরা র্যাম এবং স্টোরেজ হবে। এবং টাইপ সি পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.০, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। উক্ত মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫জি। ওপো এ ৫৫ ৫জি তে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী যার লাইফটাইম প্রশসনীয়। এছাড়া তো ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম থাকছেই। খুব দ্রুত চার্জ দেওয়া যাবে এটির মাধ্যমে।
ক্যামেরাঃ
অপো এ ৫৫ ৫জি তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল এর ডেপথ এবং অপরটিও ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর দেওয়া হয়েছে উক্ত ফোনটিতে। উভয় ক্যামেরাতেই ভিডিও করা যাবে ১০৮০ পি। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেল এর। এবং এটিতেও ১০৮০ পি এর ভিডিও করা যাবে। ইউটিউব, নেটফ্লিক্স এর মত যায়গা থেকে খুব ভাল ভাবে ভিডিও স্ট্রিমিং করা যাবে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সহ আরো অনেক সুবিধা মিলবে এখানে। দুর্দান্ত এই মোবাইলটির কনফিগার আমার অসাধারণ লেগেছে।
অপো এ ৫৫ ৫জি এর মূল্য নির্ধারন করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২০,৯০০ টাকা। মিড বাজেটের মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই কনফিগার পেয়েছে। অনেক ভাল মোবাইল গুলোর সাথে প্রতিযোগীতায় যেতে এটি সক্ষম।