বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি ইয়ারফোন অথবা ইয়ারবাডস এর চাহিদাও আমাদের অনেক। কারণ বিভিন্ন সময় আমাদের ফোনে গান শুনতে মন চাইলে এর মাধ্যমে শুনতে পারি। অনেক সময় আবার দেখা যায় যে এগুলো একটু স্টাইলিশ হলে ভালো হতো। সেক্ষেত্রে তখন ইয়ারবাডস কিনতে মন চায়। এই ইয়ারবাডসের পাশাপাশি আবার পাওয়ার ব্যাংকের দরকারও পরে অনেক সময়। চার্জ না থাকলে এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমরা যে কোন জায়গায় বসে আমাদের মোবাইল ফোনে চার্জ দিতে পারি। এ পাওয়ার ব্যাংকটিকেও কেউও চার্জ ফুল করে নিতে হয়। যাই হোক, পাওয়ার ব্যাংক বাজারে অনেক রয়েছে। অনেক সময় আমাদের ইয়ারফোনেরও দরকার হয়। কিছু আছে অনেক দামী এবং কিছু আছে অনেক কম দামী। কমদামের জিনিস অবশ্যই খারাপ হয় এটা আমাদের সবারই জানা। তবে কি ভালো মানের কোন পাওয়ার ব্যাংক কম দাম দিয়ে কেনা যাবে না এবং সেইসাথে ইয়ারফোনের জন্য আলাদা টাকা খরচ করতে হবে কি। আসলে একেবারে কম দামের জিনিস বাজারে কখনোই ভালো হয় না। এজন্য আমাদের অনেকেরই নিজেদের বাজেট থেকে একটু বাড়িয়ে ভালো কোন জিনিস কিনতে হয়। তো এরকমই বাজেটের মধ্যে থাকা একটি ইয়ারবাডস নিয়ে কথা হবে, যেটার বক্স কে ফোনের পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে । সেটার দাম অনেক বেশী ও না এবং অনেক কম না। তবে দাম হিসেবে এ ইয়ারবাডসটি এবং পাওয়ার ব্যাংকটি আমার আপনার অনেক উপকারী হবে বলে আশা করছি। এটির নাম হচ্ছে ‘টি ডব্লিউ এস এফ৯’।
তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই ইয়ারফোন এবং পাওয়ার ব্যাংকটির সম্পর্কে বিস্তারিত তথ্যঃ⤵
এটি বক্স খোলার পরে পেয়ে যাবেন ইয়ারবাডসের চার্জার বক্স, ভিতরে ইয়ারবাডস তো থাকছেই, থাকছে চার্জিং ইউএস বি ক্যাবল এবং কিছু ইয়ার টিপস। ইয়ারবাডসের প্লাস্টিকের বক্সটি বেশ ভারী ছিল, কারণ এ বক্সের ভিতরে রয়েছে ২০০০এমএইচের ব্যাটারি। বক্সটির ফ্রন্ট সাইডে রয়েছে একটি রাবার শিল্ড, যেটার ভিতর রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট। মাইক্রো ইউএসবি পোর্টটি দিয়ে আপনি এটিকে চার্জ করতে পারবেন এবং ইউএসবি পোর্ট দিয়ে আপনি আপনার ফোনকে চার্জ করতে পারবেন। এটি এই ইয়ারবাডস এর বক্সটির অসাধারণ একটি দিক। যেটা দিয়ে এক কাজে দুই কাজ হয়ে যাবে।
বক্সের ভেতরে রয়েছে ইয়ারবাডস ২টি এবং এই বাডস ২টির উপর রয়েছে একটি ছোট মনিটর। এই এলইডি মনিটরে আপনি দেখতে পারবেন আপনার ইয়ারবাডস টুকুতে কত পারসেন্ট চার্জ আছে। বক্সের ভিতরে ইয়ার বাডস দুইটি ম্যাগনেটিক সিস্টেমে লাগানো রয়েছে। এই বাজেটে এটি আরেকটি অসাধারণ ব্যাপার। ইয়ার বাডস দুটি ছিল বেশ কম ওজনের এবং কানের ভেতর খুব সহজেই পারফেক্ট ভাবে লেগে যাচ্ছিল। ইয়ার বার্ডস ২টিও প্লাস্টিকের তৈরি। তবে ইয়ারবাডস দুইটিতে দেয়া হয়েছে টাচ কন্ট্রোল সিস্টেম। বক্স টির মাধ্যমে ইয়ার বাডস দুইটি ৪বার চার্জ করা যাবে এবং চার্জিং বেকআপ প্রতিবার ৪ ঘণ্টা করে পাওয়া যাবে।
উপরে বলেছিলাম যে এই বক্সের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকেও চার্জ করতে পারবেন, অর্থ্যাৎ এটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যায়। তবে এই বক্স দিয়ে চার্জ করলে আপনার স্মার্টফোনে ২০ থেকে ৩০ শতাংশের বেশি চার্জ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেক্ষেত্রে যখন খুব গুরুত্বপূর্ণ ভাবে চার্জ দেওয়ার দরকার হবে তখন আপনি আপনার স্মার্টফোনটিকে এটির মাধ্যমে চার্জ করে নিতে পারেন। রেগুলার চার্জিং এর জন্য এটি ব্যবহার না করাই ভালো।
কথা বলা এবং গান শোনার ক্ষেত্রে এই ইয়ারবাডস দুইটি ছিল অসাধারণ। কথা বলার ক্ষেত্রে সাউন্ড অনেকটাই ক্লিয়ার আসছিল এবং যাচ্ছিল। মিউজিকের কথা আসলে এই ইয়ারবাডস দুটির সাউন্ড কোয়ালিটি ছিল অনেক লাউড। ইয়ারবাডস দুটো দিয়ে গান শোনার ক্ষেত্রে ভোকাল মিড এবং বেজ সবকিছুই ঠিকঠাক ছিল।
সব মিলিয়ে ইয়ারাবাডস দুইটি অসাধারন ছিলো, সাথে এর বক্সের মাধ্যমে স্মার্টফোন চার্জ করতে পারাও ছিলো এর আরেকটি ভালো দিক। বাজেট হিসেবে এই প্যাকেজটি ছিলো একশো তে একশো। বর্তমানে এই ইয়ারবাডস দুটির দাম, ৯৫০টাকা।