স্মার্টফোন কেনা নিয়ে অনেকেরই থাকে কনফিউশন। একটি ফোন কিনতে যাওয়ার আগে, অনেকে ভাবে আরেকটু অপেক্ষা করলে হয়তো আরও ভালো একটি ফোন পাওয়া যাবে৷ এভাবে অনেকে অপেক্ষা করে, অনেক করেনা। অনেকে অপেক্ষায় থাকে প্রিয় কোনো স্মার্টফোন ব্র্যান্ডের নতুন মডেলের জন্য, অনেকে অপেক্ষা করে তার পছন্দের স্মার্টফোনটির দাম কমার জন্য। যাই হক, এই বছরেও বিভিন্ন নামি-দামি স্মার্টফোন ব্র্যান্ড বের করবে তাদের নতুন মডেলের স্মার্টফোন গুলো। সামনের মাসেই কয়েকটি নতুন স্মার্টফোন রিলিজ হতে চলেছে। যেগুলো বাজারে ভালোই হাইপ তুলবে বলে মনে হয়। আজ সেই স্মার্টফোনগুলো নিয়েই কিছু কথা বলবো। জানানোর চেষ্টা করবো কি কি রয়েছে সেই স্মার্টফোন গুলোতে।
তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক বিস্তারিতঃ⤵
গেইমিং ফোন হিসেবে ‘অ্যাসুস’ তাদের ‘রগ’ সিরিজ দিয়ে বাজার কাপিয়েছিলো অনেক। সেই সিরিজেরই নতুন আরেকটি মডেল আগামী মাসে রিলিজ করবে ‘অ্যাসুস’। তাদের ফোনের নতুন এই মডেলটির নাম ‘রগ ৫’। এই ফোনে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের নতুন আপডেট প্রসেসর ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮’। এছাড়াও অনেক আপগ্রেড সহ, ফোনটি আগামী মাসে আসতে চলেছে মোবাইলের বাজারে। বাংলাদেশে হয়তো এর কিছু মাস পরেই ফোনটি চলে আসবে। আমাদের দেশে এর ধারনাকৃত দাম হতে পারে ৭০,০০০টাকা।
‘রিয়েলমি’ তাদের নতুন দুইটি ফোন রিলিজ করতে চলেছে সামনের মাসে, যেগুলো তাদের ‘এক্স’ সিরিজের। তাদের প্রথমটির ফোন মডেলটির নাম ‘এক্স ৭’। ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে হয়তো এই স্মার্টফোনটি ‘ভারতে’র বাজারে রিলিজ হবে। তার কিছুদিনের মধ্যে আমাদের দেশে চলে আসবে এই ফোনটি। ‘রিয়েলমি’র আরেকটি নতুন ফোনের মডেল রিলিজ করবে আগামী মাসেই। তবে, সেটার ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। মডেলের নাম হতে পারে ‘এক্স ৯’। এটি খুব সম্ভবত ‘মিডিয়াটেকে’র নতুন আপগ্রেডেড প্রসেসরের সাথে আসতে যাচ্ছে।
‘শাওমি’ স্মার্টফোন ব্র্যান্ড সবসময়ই মোবাইল বাজারে অন্য সব দামী ব্র্যান্ডের সাথে টক্কর দিয়ে, বাজারে নতুন কিছু নিয়ে আসে। এবারও হয়তো সেরকমই কিছু হবে। ‘শাওমি’ তাদের ‘নোট ১০’ সিরিজের আলাদা আলাদা কয়েকটি স্মার্টফোন রিলিজ দিতে পারে। সেগুলোর মধ্যে আবার প্রসেসরেও থাকতে পারে পরিবর্তন। হতে পারে তাদের এই সিরিজের নতুন ফোনগুলোতে একটিতে ‘স্ন্যাপড্রাগন’ এবং অন্যটিতে ‘মিডিয়াটেক’, এই দুইটি প্রসেসরই থাকতে পারে। এই সিরিজের ফোনগুলোতে ৪জি এবং ৫জি নেটওয়ার্কের স্পিড থাকার সম্ভাবনা রয়েছে। ‘শাওমি’ তাদের আরেকটি সিরিজ ‘কে ৪০’ এর নতুন ফোন, নিয়ে আসবে আগামী মাসেই। হয়তো কিছু আপগ্রেডের সাথে এই ফোনটি এসে যাবে বাজারে।
‘সিম্ফোনি’র ব্যাপারে তো সবারই জানা। একসময়ের সবার জনপ্রিয় ব্যাবহৃত একটি স্মার্টফোন। তো এই ‘সিম্ফোনি’ বাজারে তাদের নতুন একটি ফোন রিলিজ করেছে। সেটার মডেলের নাম হচ্ছে ‘এটম’ এবং বাংলাদেশে এর দাম ৭,২০০ টাকার মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। এই ফোনটি এই মাসের শেষের দিকেই চলে আসবে বাংলাদেশে। আগামী মাসের মধ্যে এটি আমাদের দেশের সব জায়গায় অ্যাভেইলেবল পাওয়া যাবে। ফোনটির আকর্ষণীয় দিক থাকবে এর ক্যামেরা।
‘ইনফিনিক্স’ স্মার্টফোন ব্র্যান্ডের সাথে অনেকেরই সেরকমভাবে পরিচিত নেই। যাই হোক এই স্মার্টফোন ব্র্যান্ডটি সামনের মাসে তাদের নতুন একটি ফোনের মডেল নিয়ে আসতে চলেছে, যেটির নাম ‘নোট ৮ আই’। ফোনটির বডির ব্যাপারে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আশা করা যায় ভালো কিছুই আসতে চলেছে ‘ইনফিনিক্সে’র পক্ষ থেকে।