হুয়াওয়ে তাদের মেটবুক সিরিজের আরো একটি নিউ ব্র্যান্ড ল্যাপটপ হুয়াওয়ে মেট বুক ১৩ লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আলোচনা করব এই ল্যাপটপটি সব ফিচার সম্পর্কে । তাই দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
প্রথমে কথা বলি এ ল্যাপটপটির ডিজাইন নিয়ে।
এটি একটি ১৩ ইঞ্চি ল্যাপটপ এবং এর থিকনেস হচ্ছে ১৪.৯ মিলিমিটার। তাই বুঝতেই পারছেন ল্যাপটপটি খুব স্লিম হবে। এর ওজন হচ্ছে ১.৩ কেজি এর মত। এই ল্যাপটপটি সম্পূর্ণ মেটালের তৈরি। এবারে কথা বলি এর ডিসপ্লে নিয়ে। এতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে তা হল একটি আইপিএস এলসিডি প্যানেল যার রেজুলেশন হলো ২১৬০*১৪৪০ পিক্সেল অর্থাৎ ২ কে। এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৮% এবং এর এক্সপেক্ট রেশিও হল ৩:২।আর এর স্ক্রিনের চারপাশে যে বেজেল গুলো আছে তা মোটামুটি ন্যারো।এটা হল টেন পয়েন্ট মাল্টি টাচ স্ক্রিন। এর উপরের দিকে ১ মেগাপিক্সেল এর একটি ওয়েবক্যাম আছে সেটা নিয়ে টুকটাক ভিডিও কল চালিয়ে নেওয়া যাবে এবং মাইক্রোফোনের পারফরমেন্সও ভালো হবে। এই ল্যাপটপের নিচের দিকে দুইটি স্পিকার আছে যাদের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল। এর ডান এবং বাম উভয় পাশেই একটি করে ইউএসবি টাইপ সি পোর্ট আছে এবং একটি ৩.৫ অডিও এমএম কম্বো জ্যাক। এর যে দুটি পথ রয়েছে তার ডান পাশেরটা দিয়ে শুধু ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং বাম পাশেরটা দিয়ে চার্জ এবং ডাটা ট্রানস্ফার উভয় করতে পারবেন।
এবারে কথা বলি ল্যাপটপের পারফরমেন্স নিয়ে।
এতে ইউজ করা হয়েছে ১০ জেনারেশনের ইন্টেল কোর আই ৫ প্রসেসর। এটাতে ১৬ জিবি রেম ইউজ করা হয়েছে যেটা ডিডিআর৩ যেটা ২১৩৩ মেগাহার্জের। এটাতে ৫১২ জিবি এনি ভীমি এসএসডি ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটি মূলত টার্গেট করা হয়েছে অফিসের কাজের জন্য যেমন: ইন্টার্নেট ব্রাউজিং, ইমেইল রাইটিং, ডকুমেন্টেশন ইত্যাদি এ কাজের জন্য। এছাড়াও এই ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং গ্রাফিক্সের কাজ খুব সহজেই এবং খুবই স্মুথলি করা যাবে। এর ভেতরে রয়েছে একটি সিঙ্গেল ফ্যান এবং এই ফ্যানটি ল্যাপটপটিকে মোটামুটি ঠান্ডা অবস্থায় রাখতে পারে।
এবারে কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে।
এতে ব্যবহার করা হয়েছে ৪১.৭ ওয়াটের একটি ব্যাটারি । এর সঙ্গে পাবেন ৬৫ ওয়াটের একটি চার্জার। এই চার্জারের দুই পাশেই উএসবি টাইপ সি পোর্ট রয়েছে। তাই এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে ফোনও চার্জ করতে পারবেন।
এবারে কথা বলি ল্যাপটপটির দাম নিয়ে।
বাংলাদেশের বাজারে হুয়াওয়ে মেট বুক ১৩ ল্যাপটপের দাম হচ্ছে ১০০০০০ টাকা। তাই যারা ভালো বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা হুয়াওয়ে মেট বুক ১৩ ল্যাপটপটি কিনতেই পারেন।