রিয়েলমি মোবাইল তার কোম্পানীর নতুন মোবাইল সংযোজন করল রিয়েলমি রেস প্রো। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে অত্যাধুনিক ফিচার। এই মোবাইলটির লঞ্চ কবে করা হবে তা এখনো বলা হয়নি, বিষয়টি গোপন রাখা হয়েছে। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্ভাব্য স্পেসিফিকেশন।
রিয়েলমি রেস প্রো তে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট ওএলইডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৪৪০X৩২০০ পিক্সেল। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে এবং সিমগুলো হবে ন্যানো সিম। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হবে উক্ত ফোনটিতে। এই ফোনটির চিপসেট দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬৬০। আলাদাভাবে ৩টি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি এবং সেগুলো হবে ৮ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ এবং অন্যটি হবে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ এবং সেগুলো হল ৬৪ মেগাপিক্সেল, ১৩ পিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি তে ভিডিও করা যাবে। রিয়েলমি রেস প্রো তে ফ্রন্ট ক্যামেরাটি কি থাকছে তা এখনো বলা হয়নি, বিষয়টি গোপন রাখা হয়েছে।
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.১, ইউ এস বি টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সুবিধা। রিয়েলমি রেস প্রো তে দেওয়া হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারী এবং ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ১২৫ ওয়াটের চার্জ ক্যাপাসিটি। সাধারণত এখনকার মোবাইল গুলোতে ফাস্ট চার্জ এর জন্য এত বেশি ওয়াটের সুবিধা দেওয়া হয়না, তবে এখানে দেওয়া হয়েছে।
রিয়েলমি রেস প্রো মোবাইলটির সম্ভাব্য বাংলাদেশী মূল্য ৫২,৯৯০ টাকা।