জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ‘স্যামসাং’ তাদের ব্যাবসা এগিয়ে নিচ্ছে নানান ধরনের আপডেট গেজেট বাজারে এনে। বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচ বিক্রিতেও অনেক এগিয়ে রয়েছে ‘স্যামসাং’। এমনকি তাদের সেই স্মার্টওয়াচগুলোর চাহিদাও ব্যাপক। তাদের অন্যতম একটি সিরিজের নাম হচ্ছে গ্যালাক্সি। আজ কথা হতে যাচ্ছে ‘স্যামসাং’ এর একটি স্মার্টওয়াচ নিয়ে। যেটির মডেলের নাম হচ্ছে ‘গ্যালাক্সি স্মার্টওয়াচ’। এই স্মার্টওয়াচটি প্রথম বের হওয়ার পরে বাজারে এর চাহিদা ছিল আকাশছোঁয়া। এখনো এটি অনেকেরই প্রিয় একটি স্মার্টওয়াচ। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই গ্যালাক্সি স্মার্টওয়াচ এ কি কি রয়েছে এবং দাম হিসেবে সেগুলো কেমন।
তো চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এর ব্যাপারে বিস্তারিতঃ⤵
এই স্মার্টওয়াচটি ছিলো বড়সড় একটি বক্সের ভিতর। কাগজের বক্সটির ডিজাইনও ছিলো অসাধারন। আনবক্সিং এর পর বক্সের ভিতর পাওয়া যাবে চার্জার, স্ট্রেপ, পাওয়ার অ্যাডাপটর এবং মেইন অ্যাট্রাকশন এই স্মার্টওয়াচটি।
স্মার্টওয়াচটির মোট ওজন ছিলো মাত্র ৬৩ গ্রাম। এটি দেখতে স্পোর্টি এবং অনেক স্টাইলিশ ছিলো। এই ওয়াচটির ডিসপ্লে ছিলো ১.৩ ইঞ্চি। যেটি একটি সুপার এমোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে ৩৬০ বাই ৩৬০ পিক্সেলের এবং এটি ২৭৮ পিপিআই ডেনসিটি যুক্ত। প্রটেকশন হিসেবে দেয়া আছে ‘কর্নিং গরিলা গ্লাস ডি এক্স প্লাস’। এই ওয়াচের এয়ার কেসটি ৪৬ মি.মি. এবং স্ট্রেপটি ২২ মি.মি.। স্ট্রেপটি ছিলো খুবই কম্ফোর্ট। লং টাইম হাতে পরে থাকলেও কোনো অসুবিধা হবে না। এই ওয়াচের কেসটি একেবারে সলিড বিল্ট। পুরো ওয়াচটিতে মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটি দেয়া আছে। যেকোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনেও এটা হাতে পরে রাখা যাবে।
ওয়াচটির ডান পাশে দুটি বাটন রয়েছে। যেগুলো হোম এবং ব্যাক বাটন। হোম বাটনটি দিয়ে ভয়েস অ্যাসিস্টেন্স অ্যাকসেস করা যাবে। ওয়াচটির উপরে যে বেসেলটি রয়েছে সেটি রোটেট করা যায়। এটি একটি ভালো দিক ছিলো। এই রোটেটেবল বেসেল দিয়ে ওয়াচটি নেভিগেট করার সেটিসফেকশন অনেক ফাস্ট। এই ওয়াচটি ৫ এটিএম অথবা ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্টেন্ট।
প্রসেসর হিসেবে এই ওয়াচটিতে থাকছে ‘এক্সিনস ৯১১০’। যেটি ১০ ন্যানোমিটারের। সিপিইউ হিসেবে দেয়া আছে ‘ডুয়্যাল কোর ১.১৫ গিগাহার্জ, কোরটেক্স-এ৫৩’ এবং জিপিইউ’তে থাকছে ‘মালি-টি৭২০’।
এই স্মার্টওয়াচটির স্পিকার এবং মাইক্রোফোন যথেষ্ট ভালো ছিলো। কল কোয়ালিটি অনেক ক্লিয়ার ছিলো এবং স্মার্টফোনে আসা সকল নোটিফিকেশন এটাতে দেখা যায়। এই ওয়াচটির সাথে হেডসেট কানেক্ট করে গানও শুনতে পারবেন স্মার্টফোন ছাড়াই। এছাড়াও বিভিন্ন ধরনের অসাধারণ সব ওয়াচস্পেচ পাওয়া যাবে এই স্মার্টওয়াচটিতে।
এর রেগুলার ফিচারে ছিলো ওয়েদার, কল, মেসেজ, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার, রিমাইন্ডার, গ্যালাক্সি স্টোর, ডেইলি অ্যাক্টিভিটি, হার্ট রেট, ক্যালোরি ট্র্যাক, স্টেপ কাউন্টার, স্ট্রেস মিজারমেন্ট, হেলথ ফিচার, ওয়াইফাই কানেক্টিভিটি ইত্যাদি আরও অনেক ফিচার।
স্মার্টওয়াচটিতে দেয়া হয়েছে ৪৭২ এমএইচের ব্যাটারী। ফুল চার্জে ব্যাকআপ পাওয়া যাবে অনেকদিন।
স্মার্টফোনে ‘গ্যালাক্সি ওয়াচ’ নামে একটি অ্যাপের সাথে কানেক্ট করে এই স্মার্টওয়াচটি কন্ট্রোল করা যাবে।
যারা স্মার্ট সুপার এমোলেড ডিসপ্লে যুক্ত, ডিউরেবল বিল্ড এবং অপটিমাইজ অ্যাপসের সাপোর্টের একটি স্মার্টওয়াচ চাচ্ছেন, এই ‘গ্যালাক্সি স্মার্টওয়াচ’টি হতে পারে তাদের জন্য উপযোগী। সব মিলিয়ে পারফেক্ট একটি প্যাকেজ ছিলো এই স্মার্টওয়াচটি। বর্তমানে এই স্মার্টওয়াচটির দাম ২৩,০০০ টাকা।