৫জি নেটওয়ার্কিং জগতে মার্কিন টেক জায়ান্ট কোয়ালকম অন্যদের থেকে সবসময়ই একধাপ এগিয়ে থাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে সম্প্রতি কোয়ালকম অ্যানাউন্স করেছে চতুর্থ প্রজন্মের নতুন দুটি ৫জি মডেম ‘স্ন্যাপড্রাগন এক্স৬৫’ এবং ‘স্ন্যাপড্রাগন এক্স৬২ ৫জি’। কোয়ালকম জানিয়েছে, এই মডেমদুটি স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটে থাকা স্ন্যাপড্রাগন এক্স৬০ মডেমের উত্তরসূরী হবে।
এছাড়া কোয়ালকমের ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন এক্স৬৫ ৫জি মডেমটি হলো বিশ্বের প্রথম ৫জি মডেম, যেটি ১০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) স্পিড অর্জনে সক্ষম হয়েছে। একইসাথে প্রথম মডেম হিসেবে এটি 3GPP Release 16 সাপোর্ট করে। অর্থাৎ কেবলমাত্র সফটওয়্যার আপডেট এর মাধ্যমেই এই মডেমে নতুন ফিচার এবং বাগ ফিক্স করা সম্ভব হবে।
কোয়ালকম এর দাবি, এই ফিচারের ফলে সামগ্রিক খরচ কমিয়ে এনে নতুন ফিচার যুক্ত করা সম্ভব হবে এবং ডিভাইসের লাইফস্প্যান ও অনেকাংশে বাড়ানো সম্ভব হবে। এছাড়াও এই ৫জি মডেমটির এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এআই সিগন্যাল বুস্ট, পাওয়ার সেভ ২.০; যা প্রায় ১০% ব্যাটারি খরচ কমাতে সক্ষম। তাছাড়া এর এআই অ্যান্টেনা টিউনিং প্রযুক্তি ৩০% পর্যন্ত নির্ভুলভাবে অ্যান্টেনার সামনে কোনো বাধা শনাক্ত করতে পারবে এবং সে অনুযায়ী ফ্রিকোয়েন্সী টিউন করতে পারবে।
অন্যদিকে স্ন্যাপড্রাগন এক্স৬২ ৫জি মডেম হলো এক্স৬৫ মডেমের একটি লাইট ভার্সন। ব্যাটারি সাশ্রয়ী এই ফাইভজি মডেমটি ৪.৪ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড সাপোর্টেড। এর বাদবাকি সকল ফিচার এক্স৬৫ মডেমের মতই। কোয়ালকম জানিয়েছে, তারা ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিকে মডেম দুটি সাপ্লাই করা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালের শেষদিকে আমরা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট সহ অন্যান্য ৫জি সাপোর্টেড ডিভাইযে এই মডেম দুটির দেখা পাবো।