কিছু দিন আগেই বিশ্ববাজারে লঞ্চ করেছে এমআই ১১। আর সেই সঙ্গেই জল্পনাও শুরু হয়েছিল এমআই ১১ ফ্ল্যাগশিপ সিরিজের আর এক নতুন মডেল নিয়ে। এবার এক ফিলিপিনো ইউটিউবার (Tech Buff PH) সেই জল্পনাই আরও উস্কে দিলেন। এমআই ১১ আল্ট্রা মডেলের ছবি ও ভিডিও শেয়ার করলেন। সেখান থেকে পরিষ্কার, এখনও অবধি এত চমৎকার ক্যামেরা সেটআপ কোনও ফোনেই দেয়নি শাওমি।
ভিডিও টি তুলে নেওয়া হলেও, রয়ে গিয়েছে ছবি। সম্প্রতি সেই ডিভাইস Eurasian Economic Commission (EEC) এবং Bureau of Indian Standards (BIS) থেকে সার্টিফিকেশন পেয়েছে, যার মডেল নম্বর M2012K1G এবং কোডনেম ‘স্টার’। জনপ্রিয় সেই ইউটিউবারের দাবি, এই ফোনটিই আসলে এমআই ১১ আল্ট্রা। পাশাপাশিই ইঙ্গিত এ-ও মিলেছে যে, একবার যখন ফোনটি BIS সার্টিফিকেশন পেয়ে গিয়েছে, ভারতে শীঘ্রই লঞ্চ হবে।
যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, তাতে শাওমি এমআই ১১ আল্ট্রার দুটি রঙের অপশন দেখানো হয়েছে: একটি কালো এবং আর একটি সাদা। ফোনটি এক ঝলক দেখলে যে কারও প্রথমেই নজর কাড়বে, ফোনের ক্যামেরা বাম্প। বীভৎস এই ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যাতে একটি পেরিস্কোপ জ়ুম লেন্স দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
শাওমি এমআই ১১ আল্ট্রা মডেলের ক্যামেরাই বাজি হতে চলেছে শাওমির। রয়েছে, ১২০ এক্স আল্ট্রা পিক্সেল এআই্ ক্যামেরা, একটি ট্রিপল LED ফ্ল্যাশ ইউনিট এবং একটি ছোট্ট সেকেন্ডারি স্ক্রিন। এই সেকেন্ডারি স্ক্রিন অনেক কাজে আসতে পারে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল, স্ক্রিনটি ফোনে যে কোনও অ্যাপ ডিসপ্লে করতে পারে। এমনকী রিয়ার ক্যামেরা ব্যবহার করেই সেলফি তুলতেও সাহায্য করবে এই স্ক্রিন।
এমআই ১১ আল্ট্রা র অন্যান্য স্পেসিফিকেশনস –
শাওমি এমআই ১১ আল্ট্রা মডেলে একটি 6.8 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে কার্ভড এজেসও থাকছে। এই স্ক্রিন WQHD+ রেজেলিউশন অফার করবে যার রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লের ঠিক উপরের বাঁ দিকে পাঞ্চ-হোল কাট থাকছে। সেখানেই ফ্রন্ট ফেসিং সেন্সর হিসেবে একটি ২০মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। স্ক্রিনের প্রোটেকশনের জন্য Corning Gorilla Glass Victus দেওয়া হচ্ছে। এছাড়াও ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68 রেটিং-সহ লঞ্চ হবে।
প্রসেসর হিসেবে এই এমআই ১১ আল্ট্রাফোনে কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজের সঙ্গে। হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে, যা ৬৭ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং, ৬৭ওয়াট ওয়্যারলেস চার্জিং, এবং ১০ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা অপশনে এই মুহূর্তে মার্কেটের অন্যান্য স্মার্টফোনকে টেক্কা দেবে এমআই ১১ আল্ট্রা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে ৫০মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪৮মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হচ্ছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, 10x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। মনে করা হচ্ছে, এই শাওমি এমআই ১১ আল্ট্রা মডেলেই হারমান কারডন ডুয়াল স্পিকার্স এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হতে পারে। এক্সডিএ ডেভেলপারস-এর একটি রিপোর্টে বলা হচ্ছে, MIUI 12.5 অপারেটিং সিস্টেম দ্বারাই চালিত হবে ফোনটি।