ভিভো তাদের এস নাইন এরপরে আরো একটি নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির নাম হল ভিভো এস৯ ৫ জি।আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে জানাবো। জানাবো এই ফোনের ব্যাটারি, অপারেটিং সিস্টেম এবং আরো অন্যান্য বিষয় সম্পর্কে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক ।
নেটওয়ার্ক: এতে ৫ জি,৪ জি,৩ জি,২ জি টেকনোলজি ব্যবহার করা হয়েছে ।
বডি: ভিভো এর এই ফোনটির দৈর্ঘ্য হবে ১৬১ মিলিমিটার, প্রস্থ হবে ৭৪ মিলিমিটার,৭.৭ মিলিমিটার হবে এর থিকনেস। আর ফোনটির ওজন হতে পারে ১৭১.৭ গ্রাম এর মত।
ডিসপ্লে: এতে থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার পিপিআই ডেনসিটি হল ৪০৯। এর স্ক্রিন টু বডি রেশিও হলো ৮৪%। অ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯। ডিসপ্লে রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০ যা রান করবে ফান্টাস ১০.৫ এ। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মনসিটি ৭২০ যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি৫৭ এমসি৩।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়েন্ট এই। তা হল ৮ জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাথে ওটিজি সাপোর্ট তো থাকছেই।
ক্যামেরা: এর ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগা পিক্সেল একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে সিঙ্গেল স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এমএম হেডফোন জাক।
ব্যাটারি এবং চার্জার: এতে থাকছে ৪১০০ মিলি এম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
সিকিউরিটি সিস্টেম: সিকিউরিটি সিস্টেম হিসেবে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইড মাইন্টেনড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
দাম: বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ৩২০০০ টাকার মতো।