আর কয়েকদিন বাদেই আগামী ৪ মার্চ ভারতে চীনা টেক জায়ান্ট শাওমি লঞ্চ হতে চলেছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত মিড-রেঞ্জার রেডমি নোট ১০ সিরিজ। গুঞ্জন রয়েছে, নোট টেন সিরিজে এবার একসাথে তিনটি মডেলের নতুন ডিভাইজ বাজারে ছাড়বে রেডমি। নোট টেন সিরিজের আপকামিং এই ফোনগুলো হতে পারে রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো, ও রেডমি নোট ১০ প্রো ম্যাক্স। এদিকে লঞ্চের আগেই ইতোমধ্যে আপকামিং এই ফোনগুলো নিয়ে টিজ করা শুরু করে দিয়েছে রেডমি।
অন্যদিকে সম্প্রতি অনলাইনে রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো এর রিটেইল বাক্স সহ লিক হয়েছে ফোনটি দুটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন্স ও ফিচার্স। সম্প্রতি অভিষেক যাদব (@yabhishekhd) নামের এক টিপ্সটার টুইটারে শেয়ার করেছে রেডমির আপকামিং এই ফোনটি দুটির রিটেইল বক্সের ছবি। ফাঁস হওয়া ছবিতে রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো এর ডিভাইজ ও আউটলুক অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে ফোন দুটির ব্যাক প্যানেল প্রায় অভিন্ন, যা দেখতে অনেকটা Redmi K40 এর মতোই। তাছাড়া দুটি ডিভাইজেরই সামনে থাকছে ফ্রন্ট ক্যামেরার জন্য পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট রাখা হয়েছে। রিউমার অনুযায়ী, রেডমি নোট ১০ সিরিজে শাওমি প্রথমবারের মতো ব্যবহার করতে যাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। রেডমি নোট ১০-এ থাকতে পারে ৬০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়া এতে প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট। এছাড়া ফোনটির পেছনে থাকবে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।
রেডমি নোট ১০ সিরিজের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে ৪৮ মেগাপিক্সেলে ক্যামেরা থাকলেও এবার রেডমি নোট ১০ সিরিজের Pro ভেরিয়েন্টে শাওমি ব্যবহার করতে যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। অন্যদিকে রেডমি নোট ১০ প্রো’তে সম্ভবত ১২০ হার্জ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে দিবে শাওমি। এতে প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট। ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপ এর জন্য থাকবে ৫,০৫০ এমএএইচ ব্যাটারী।