আসুস তার রগ সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ল্যাপটপটি হচ্ছে আসুস রগ স্ট্রিক্স স্কার ১৫ জি ৫৩২। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে উন্নতমানের ফিচার এবং এর বিল্ড কোয়ালিটি ও খুব ভাল দেওয়া হয়েছে। এটি মূলত গেমিং ল্যাপটপ হতে চলেছে। চলতি মাসেই লঞ্চ হওয়ার কথা আছে এই ল্যাপটপটির।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
আসুস রগ স্ট্রিক্স স্কার ১৫ জি ৫৩২ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এছাড়া এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২.৩৫ কেজি। উক্ত ল্যাপটপটির আয়তন হবে ৩৬.০X২৭.৫X২.১০ সেন্টিমিটার। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৭ ১০ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ১৬ জিবি। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ২০৭০ সুপার। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ৩২ জি বি এর এছাড়া আরো থাকছে ২৫৬ জিবি এস এস ডি। আসুস রগ স্ট্রিক্স স্কার ১৫ জি ৫৩২ ল্যাপটপটির ক্লক স্পিড দেওয়া হয়েছে ২.৪ গিগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২, কি-বোর্ড ব্যাকলাইট। ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর অত্যাধুনিক। আসুস রগ স্ট্রিক্স স্কার ১৫ জি ৫৩২ ল্যাপটপে দেওয়া হয়েছে ৬৬ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি। এই ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ, আপনি যদি এই ল্যাপটপটি কিনতে ইচ্ছা করেন তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র কালো রঙ এ পাওয়া যাবে উক্ত ল্যাপটপটি।
আসুস রগ স্ট্রিক্স স্কার ১৫ জি ৫৩২ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ১,৮০,৮৪০ রুপি যার বাংলাদেশী মূল্য হবে ২,১১,৪৯৫ টাকা। সেই ক্ষেত্রে বলা যায় অবশ্যই ল্যাপটপটি হাই বাজেটের হতে চলেছে। মূল্য অনুযায়ী ল্যাপটপটি ভালই দেওয়া হয়েছে।