স্মর্টফোন বিশ্বে স্যামসাং তাদের আরও একটি নিউ ব্র্যান্ড ফোন স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে জানাবো এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। তাই এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
নেটওয়ার্ক: নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপি,৫জি এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
বডি: এর বডি ডাইমেনশন হচ্ছে ১৫৯.৯*৭৫.১*৮.৪মিলিমিটার এর। এর ওজন হচ্ছে ১৮৭ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
ডিসপ্লে: এতে থাকছে ৬.৫সিনচেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। এর স্ক্রীন টু বডি রেশিও হলো ৮৪.৯ শতাংশ। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪০৫।
অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ জি ৫ জি যা ৮ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো ৬১৮।
মেমোরি: ফোনটি পাওয়া যাচ্ছে দুইটি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি রেম এবং আরেকটি হল ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি রেম ।
ক্যামেরা: এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল এর ডেপথ সেনসর ক্যামেরা।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
চার্জার এবং ব্যাটারি: এই ফোনে থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ২৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।
কালার: ফোনটি পাওয়া যাচ্ছে ৪ টি কালার ভেরিয়েন্ট এ । ওয়াসাম ব্লু, ওয়াসাম হোয়াইট,ওয়াসাম ভায়োলেট এবং আরেকটি হলো ওয়াসাম ব্ল্যাক।
দাম: বাংলাদেশের বাজারে ফোনটি এর দাম হতে পারে ২৯৯৯০ টাকা।