বিনামূল্যে বিক্রয় পরবর্তী সেবা দিবস চালু হওয়ায় ১৮.৯% অ্যাক্সেসরিজ বিক্রি বেড়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র। গতবছরের নভেম্বর থেকে মাসের নির্দিষ্ট একটি দিনে বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
প্রত্যেক মাসের তৃতীয় বৃহস্পতিবার বিনামূল্যে সেবা দেওয়ার বিশেষ এ দিনটি উদযাপন করে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এদিন সারাদেশে ছড়িয়ে থাকা ভিভো অনুমোদিত ১৭টি সার্ভিস সেন্টারে বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা নিতে পারেন গ্রাহকরা।
‘সার্ভিস ডে’র সফলতা তুলে ধরে ভিভো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডিউক বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিভো সকল কার্যক্রম পরিচালনা করে। সব ধরণের সুরক্ষাবিধি মেনে গ্রাহকদের উৎকৃষ্ট মানের সেবা দিতে আমরা প্রতিনিয়ত নিবেদিত হয়ে কাজ করছি। আমাদের বিশেষ এ উদ্যোগের পর গ্রাহকদের কাছ থেকে যে উৎসাহমূলক সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। অন্যান্য দিনের তুলনায় বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রাপ্তির দিনে অ্যাক্সেসরিজ বিক্রি বেড়েছে ১৮.৯%।”
বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রাপ্তির এ দিনে গ্রাহকরা আরও কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। গ্রাহকদের এ সুবিধাগুলোও বিনামূল্যে দিয়ে থাকে ভিভো। যার মধ্যে রয়েছে- সফটওয়্যার আপগ্রেড ও প্রটেকটিভ ফিল্ম ইন্সটলেশন। এছাড়াও অরিজিনাল চার্জার, ইয়ারফোন, ডেটা ক্যাবলের মতো অ্যাক্সেসরিজ কেনার ক্ষেত্রে এ দিন ১০% ছাড় পান গ্রাহকরা।