গতবছর টেকনো তাদের ক্যামন ১৬ সিরিজের আওতায় চারটি স্মার্টফোন লঞ্চ করেছিল- টেকনো ক্যামন ১৬, টেকনো ক্যামন ১৬ প্রো, টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার, টেকনো ক্যামন ১৬এস। এই বছর ব্র্যান্ডটি এদের আপগ্রেড ভার্সন টেকনো ক্যামন ১৭ নিয়ে আসছে। CG6j মডেল নম্বরের এই ফোনটি কিছুদিন আগে আমেরিকার FCC সার্টিফিকেশন পেয়েছিল। এবার টেকনো ক্যামন ১৭ কে গুগল প্লে কনসোল দেখা গেল। যেখান থেকে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন জানা গেছে।
গুগল প্লে কনসোল অনুযায়ী, টেকনো ক্যামন ১৭ ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এর কাটআউট থাকবে ডিসপ্লের বাম দিকে (উপরিভাগে), যার মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে। আবার এই ডিসপ্লের রেজোলিউশন হবে ৭২০ x ১৬০০ পিক্সেল (HD+)। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর।
টেকনো ক্যামন ১৭ ফোনটি ৬ জিবি র্যাম সহ পাওয়া যাবে। আবার এর অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ১১। আশা করা যায় কাস্টম স্কিন হিসাবে এতে HIOS থাকবে। এখানেও ফোনটির মডেল নম্বর CG6j দেখা গেছে। এছাড়া গুগল প্লে কনসোল থেকে টেকনো ক্যামন ১৭ সম্পর্কে তথ্য সামনে আসেনি।
তবে FCC থেকে জানা গিয়েছিল যে, এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যার রেটেড ক্যাপাসিটি থাকবে ৪,৯০০ এমএএইচ। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। শুধু তাই নয়, টেকনো ক্যামন ১৭ ফোনে আমরা ৩.৫মিমি হেডফোন জ্যাকও দেখবো।