স্মার্টফোন বিশ্বে অপো তাদের এফ সিরিজের আরও একটি নতুন ফোন অপো রেনো ৬ প্রো লঞ্চ করেছে। আজকের এই আর্টিকেলটিতে আমি আলোচনা করব এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে। জানাব এর ব্যাটারি সুবিধা, অপারেটিং সিস্টেম, ক্যামেরা এবং আরো অন্যান্য আকর্ষণীয় সব ফিচার সম্পর্কে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচপি এ এবং এল টি ই টেকনোলজি এর সুবিধা।
বডি: এই ফোনের বডি ডাইমেনশন হলো ১৬৩.৮*৭৫.৮*৮.৯ মিলিমিটার। ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এই ফোনের ওজন হবে ২০২ গ্রামের মতো।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ৯০ হার্জ। এর স্ক্রিন টু বডি রেশিও হল ৮৪.৭%। এর রেজুলেশন হল ১০৮০*২৪০০ পিক্সেল এর। এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৩৯৯। এর অ্যাসপেক্ট রেশিও হলো ২০:৯ ।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ১০। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি যা ৮ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিন ৬১৮ ।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্ট এ।৬,৬৪ এবং ৬,১২৮ এবং আরেকটি হলো ৮,১২৮ এর মধ্যে।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,১২ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেনসর ক্যামেরা।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৪৩০০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৩০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্ট এ। একটি হল ব্লু এবং আরেকটি হল অরেঞ্জ এবং আরেকটি হলো রেড কালার।
দাম: বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম হতে পারে ২৫০০০ টাকার মত।