স্মার্টফোন বিশ্বে রেডমি তাদের নোট সিরিজের আরো একটি নতুন ফোন রেডমি নোট ১০ এস লঞ্চ করেছে। আর্টিকেলটিতে আমি আপনাদেরকে এই ফোনের যাবতীয় সব ফিচার সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আর্টিকেলটি।
নেটওয়ার্ক: এতে থাকছে জিএসএম, এইচ এস পি এ এবং এল টি ই টেকনোলজি এর সুবিধা।
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৫৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ।এর রেজুলেশন হল ১০৮০*২৪০০ পিক্সেল এর।এবং পিপিআই ডেনসিটি হিসেবে থাকছে ৪০১।
অপারেটিং সিস্টেম: এর অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড১১। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক মিডিয়াটেক ডাইমানসিটি ৭২০যাএকটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি৫৭ এম পি৪ ।
মেমোরি: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি ভেরিয়েন্ট এ। এটা হল ৪ জিবি রেম এর সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা: এর ব্যাক সাইডে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর একটি মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
সাউন্ড সিস্টেম: এতে লাউড স্পিকার এর পাশাপাশি আপনারা পেতে যাচ্ছেন ৩.৫৫ এমএম হেডফোন জ্যাক।
ব্যাটারি এবং চার্জার: এতে রয়েছে ৪৪২০ মিলি এম্পিয়ার এর একটি নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ৩৩ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।
কালার: ফোনটি পাওয়া যাবে মাত্র একটি কালার ভেরিয়েন্ট এ। একটি ব্লু কালার।