এইচপি ল্যাপটপ এবার বাজেটের কথা মাথায় রেখে লো বাজেটের একটি ল্যাপটপ নিয়ে আসছে আমাদের মাঝে। সেই ল্যাপটপটি হচ্ছে এইচ পি ক্রোমবুক ১১ এ। এই ল্যাপটপটি কম বাজেটের হলেও এর ফিচার কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। এটি একটি স্টাডি ও লার্নিং এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। উক্ত ল্যাপটপটির লঞ্চ হওয়ার কথা আছে ৬ এপ্রিল ২০২১ তারিখে।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
এইচ পি ক্রোমবুক ১১ এ এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১১.৬ ইঞ্চি এইচ ডি এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৩৬৬X৭৬৮ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১.০৭ কেজি এবং এর আয়তন দেওয়া হয়েছে ২৮৫X১৯২.৮X১৬.৮ মিলিমিটার। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক এম টি ৮১৮৩ প্রসেসর এবং র্যাম হয়েছে ৪ জিবি। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে মিডিয়াটেক ইন্টিগ্রেটেড। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ৬৪ জিবি ই এম এম সি। উক্ত ল্যাপটপটির র্যামের স্পিড দেওয়া হয়েছে ৩২০০ মেগাহার্জ। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। এইচ পি ক্রোমবুক ১১ এ ল্যাপটপে দেওয়া হয়েছে ২ সেল এর ৩৭ ডব্লিউ এইচ আর ব্যাটারি যার ব্যাকআপ দিবে ১৬ ঘন্টা পর্যন্ত। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ফুল সাইজ এর কিবোর্ড, এইচ ডি ওয়েব ক্যামেরা ও ডুয়েল মাইক্রোফোন যেগুলো একটি ভালমানের ল্যাপটপের জন্য আবশ্যক। লার্নিং এবং স্টাডি এর জন্য খুব ভাল হবে এই ল্যাপটপটিপটি। আপনি যদি স্টাডি এবং লার্নিং এর জন্য কোন ল্যাপটপ খুজে থাকেন তাহলে এইচ পি এর ওপর আস্থা রেখে এই ল্যাপটপটি কিনতে পারেন।
এইচপি ক্রোমবুক ১১ এ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ২১,৯৯০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ২৫,৩৭৫ টাকা মাত্র।