লেনোভো মোবাইল লেনোভো ল্যাপটপের মতই হিট। লেনোভো মোবাইল এবার নিয়ে আসছে লেনোভো লেজিওন ডুয়েল ২। এটি শুধু ফোনই নয়, ফোনের থেকেও বেশি কিছু উন্নত ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। এর বিল্ড কোয়ালিটি এবং লুকিং অসাধারণ। চলতি মাসেই লঞ্চ করা হবে এই ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
লেনোভো লেজিওন ডুয়েল ২ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৯২ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ যেটি বর্তমান বিশ্বে রিফ্রেশ রেট এর শীর্ষে। নিরাপত্তার জন্য এই ফোণটিতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৬। ডিসপ্লে সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এবং এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির ওজন দেওয়া হয়েছে মাত্র ২৬২ গ্রাম এবং এর আয়তন হবে ১৭৬X৭৮.৫X১০.৩২ মিলিমিটার। ডাউন এবং গ্র্যাডিয়েন্ট রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।
হার্ডওয়্যার:
লেনোভো লেজিওন ডুয়েল ২ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫এন এম। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপি ইউ থাকছে অ্যাড্রিনো ৬৬০। এই প্রসেসরটিতে গেম এর জন্য ভাল সুবিধা দিবে। ৪ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি যেগুলোর র্যাম যথাক্রমে ৮, ১২, ১৬ এবং ১৮ জিবি এছাড়া ফোন স্টোরেজ যথাক্রমে ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি। অনেকটি অপশন থাকার কারণে ক্রেতার চাহিদা অনুযায়ী কিনতে পারবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ও এস, ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ
৫.২, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। লেনোভো লেজিওন ডুয়েল ২ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। যার ব্যাকআপ প্রসংশনীয়। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৯০ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। ব্যাটারিটি আমার কাছে অসাধারণ লেগেছে।
ক্যামেরাঃ
লেনোভো লেজিওন ডুয়েল ২ তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল এর অপরটি হবে ১৬ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে ৪৪ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, ৪ কে ভিডিও রেকর্ডিং, ৮ কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা। ফ্রন্ট ক্যামেরা সাধারণত এত বেশি পিক্সেল এর খুব কম দেওয়া হয়। ক্যামেরা সেকশনটি ও অসাধারণ দেওয়া হয়েছে, আমার খুব ভাল লেগেছে।
লেনোভো লেজিওন ডুয়েল ২ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৪৭,৬৮৫ টাকা।