লেনোভো ল্যাপটপ এর নতুন নতুন ল্যাপটপ বাজারে আসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নানা রকম ফিচারে সাজানো থাকছে ল্যাপটপগুলো। লেনোভো এবার নতুন সংযোজন করল লেনোভো থিংকবুক ১৪ রাইজেন এডিশন ল্যাপটপটি। চলুন দেখে নেওয়া যাক কেমন হচ্ছে এই ল্যাপটপটি।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
লেনোভো থিংকবুক ১৪ রাইজেন এডিশন ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এই ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১.৪ কেজি এবং ১৭.৯ মিলিমিটার পাতলা হবে উক্ত ল্যাপটপটি। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে এ এম ডি রাইজেন ৫ ৫৫০০ ইউ প্রসেসর এবং র্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ৫১২ জিবি এস এস ডি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। লেনোভো থিংকবুক ১৪ রাইজেন এডিশন ল্যাপটপে দেওয়া হয়েছে ৬০ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি যার ৮০ শতাংশ চার্জ নিতে সময় নিবে মাত্র ১ ঘন্টা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা। শুধুমাত্র সিলভার গ্রে কালার এ পাওয়া যাবে এই ল্যাপটপটি।
লেনোভো থিংকবুক ১৪ রাইজেন এডিশন এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে চীনের মূল্য অনুযায়ী ৪,৬৯৯ সি এন ওয়াই যার বাংলাদেশী মূল্য হবে ৬০,৫৬০ টাকা মাত্র।