বিগত কয়েক বছর শাওমি স্মার্টফোন ডেভলপমেন্টের ওপরেই বেশি মনোনিবেশ করেছে। তবে শাওমির ট্যাবলেট এক সময় বাজারে দেখা গেলেও, হালফিল সময়ে ট্যাবলেট সেগমেন্টে কোম্পানির প্রোডাক্ট দূরবিন দিয়ে খোঁজার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে৷। কিন্তু স্ট্র্যাটেজী পরিবর্তন করে শাওমি ২০২১ সালে ট্যাবলেট সেগমেন্টে প্রত্যাবর্তন করবে বলে সাম্প্রতিক সময়ে গুঞ্জন শুরু হয়েছিল।
শাওমির তিনটি নতুন ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনার কথা রিপোর্ট মারফত উঠে এসেছিল। জানা গিয়েছে, শাওমির নতুন তিনটি ট্যাবলেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসর সহ আসবে।
শাওমির প্রত্যেকটি ট্যাবে IPS ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। এটি ২৫৬০x১৬০০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। @xiaomiui আরও জানিয়েছে, “Enuma” কোড নামের ট্যাব ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও Enuma” এবং “Elish” ১২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে। তিনটি ট্যাবেই থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এই সেন্সরগুলি হবে ওয়াইড, আল্ট্রা ওয়াইড, ম্যাক্রো, ও ডেপ্থ।
আবার শাওমির “Enuma” এবং “Elish” ট্যাবলেট দুটি স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটে চলবে। “Nabu” অবশ্য স্ন্যাপড্রাগন ৮৬০ চিপসেটের সঙ্গে আসবে। সুতরাং, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, “Enuma” সবচেয়ে প্রিমিয়াম ও “Nabu” সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে পারে। এছাড়া ট্যাবলেটগুলি এনএফসি, কোয়াড স্পিকার, ওয়্যারলেস চার্জিং, আল্ট্রা-ফাস্ট ওয়্যার্ড চার্জিং ফিচারের সঙ্গে আসবে বলে আশা করা যায়।
শাওমির এই তিনটি ট্যাবলেট গ্লোবাল মার্কেটের আগে চীনে লঞ্চ হয়ে যাবে। ট্যাবলেটগুলি Mi Pad লাইন-আপ নাকি নতুন সিরিজের অধীনে আসছে, সেটাই এখন দেখার বিষয়।