আসুস সম্প্রতি যেসব ল্যাপটপ রিলিজ করেছে সেই গুলো খুব প্রশংসা কুড়িয়েছে। আসুস এবার বিজনেস কাস্টমারদের জন্য বিশেষভাবে ল্যাপটপ তৈরী করেছে এবং সেই ল্যাপটপটি হচ্ছে আসুস এক্সপার্টবুক বি ৯ (২০২১)। এই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি এবং ফিচারসমূহ মনোমুগ্ধকর। দুর্দান্ত হতে চলেছে এই ল্যাপটপটি। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফেকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
আসুস এক্সপার্টবুক বি ৯ (২০২১) ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। ডিসপ্লেতে দেওয়া হয়েছে ৪০০ নিটস পিকস ব্রাইটনেস। এছাড়া এর ওজন দেওয়া হয়েছে মাত্র ১.০০৫ কেজি এবং এটি ১৪.৯ মিলিমিটার সরু। আসুস এক্সপার্টবুক বি ৯ (২০২১) ল্যাপটপটি ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে যার একটিতে দেওয়া হয়েছে ১১ তম জেনারেশন ইন্টেল কোর আই ৫ প্রসেসর ও অপরটি হবে ১১ তম জেনারেশন ইন্টেল কোর আই ৭ প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে ইন্টেল এক্স ই গ্রাফিক্স। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও অন্যটি হবে ১৬ জিবি র্যাম এবং ২ টিবি এর হার্ডডিস্ক। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৬৬ ডব্লিউ এইচ এর ব্যাটারি যার খুব সুন্দর ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা। উক্ত ল্যাপটপটিতে ৬০ শতাংশ চার্জ নিতে সময় নিবে মাত্র ৪৯ মিনিট। এছাড়া এই ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.০, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২, ব্যাকলাইট এল ই ডি কিবোর্ড এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা। উক্ত ক্যামেরার মাধ্যমে খুব ভালভাবে ভিডিও কলিং করা যাবে। এই ল্যাপটপটি। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।
আসুস এক্সপার্টবুক বি ৯ (২০২১) ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ১,৩০,৪৯১ টাকা।