দিন দিন মোবাইল ফোন ব্যব্যহারকারীর সংখ্যা এবং মোবাইলের সংখ্যাও বেড়েই চলেছে। আর সেই সাথে বেড়েছে ইয়ারফোনের চাহিদা। কেউ হয়ত গেমিং করবে আবার কেউ হয়ত গান শুনবে। কেউ হয়ত নরমাল মিটিং করবে বা ইউটিউব দেখবে। এই বিভিন্ন ধরণের চাহিদা মেটানো ফোনের সাথে আশা ইয়ারফোনের দ্বারা সম্ভব নয় তাই অনেকেই অতিরিক্ত ইয়ারফোন ব্যবহার করে থাকেন। তবে যাদের বাজেট বেশ কম মানে ৫০০ টাকা তারা একটু কম-বেশি করলেই পেতে পারেন দুরদান্ত সব ইয়ারফোন। তবে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আমরা কেমন ইয়ারফোন পেতে পারি।
ইউসাই এইচএম১৩
এই ইয়ারফোনটি বেশ ভাল মানের এক ইয়ারফোন। এটি সামগ্রিকভাবেই বেশ ভাল পারফর্মেন্স দেয়। আর এর বেশ কিছু ফিচার আছে যেগুলো হলো, এতে আছে বেশ শক্তিশালী বেইজ, ইন-বিল্ট মাইক্রোফোন, অ্যান্টি ট্যাংলিং সুবিধার তার এবং বিলাসবহুল মেটাল শেল। এর ফলে সাউন্ড বেশ ভাল হবে আপনার কানেও ভাল মানাবে আর তারও পেচিয়ে যাবে না। আর মাইক্রোফোন থাকায় কলিং এর সুবিধাও নেওয়া যাবে। এবং এর ক্যাবল ১.২ মিটার লম্বা যা মোটেও খারাপ না।
কিউকেজেড ডিএম১০
এই ইয়ারফোন বেশ ভাল হবে গেমিং এর বেলায়। আর এটি মেটালের হওয়ার দেখতেও বেশ সুন্দর। আর ইয়ার নাফ তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে তাই কানেও বেশ আরামদায়কভাবে বসতে পারবে। এবং এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। আর এই ইয়ারফোনের সাথে মাইক্রোফোন থাকায় কলিং এর সুবিধা বেশ ভালই নেওয়া যাবে এবং এর তারের দৈর্ঘ্য ১.২ মিটার যা যথেষ্ঠ লম্বা।
ইউসাই এইচএম১২
এই হেডফোনের বিশেষ দিক হলো এর বেজ বেশ ডিপ। এবং এই তালিকায় এই হেডফোনের বেজ সবথেকে শক্তিশালী। তবে অ্যাভিয়েশান মেটাল ম্যাটেরিয়াল থাকায় বিল্ড কোয়ালিটি টপ ক্লাস। সেন্সটিভিটি ও বেজ বেশ ভাল থাকার কারণে মিউজিক প্রেমিদের কাছে এই হেডফোন ভাল লাগারই কথা।
শাওমি বেসিক ইন ইয়ার হেডফোন
এই হেডফোনে বেশ কিছু ভাল সুবিধা আছে কম দামের হওয়া সত্ত্বেও। এর সাউন্ড চেম্বার অ্যালুমুনিয়াম দিয়ে বানানো। এতে আছে উন্নততর ৩য় প্রজন্মের ব্যালেন্সেড ড্যাম্পিং। এতে আপনাকে অতিরিক্ত ২টি সিলিকন ইয়ার বাড দেওয়া থাকবে যাতে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারেন। আর এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটা কানে লাগালে আপনার কানের বাইরে কোন ফাকা যায়গা থাকবে না। তাই নয়েজ আশার সম্ভাবনা নেই।
রিম্যাক্স আরএম৬১০ডি সুপার বেজ ইয়ারফোন
এই দারুণ দেখতে হেডফনে আছে গোল্ড-প্লেটেড অডিও ক্যাবল ও ইনলাইন ভলিউম কন্ট্রোলের সুবিধা। আর নাম দেখেই বুঝে গেছেন যে এই ইরাফোনে বেজ বেশ জোরালো। তাই মিউজিক লাভারদের এটা ভাল লাগবে। আর এতে আছে স্টেরিও সাউন্ড সিস্টেম যা গেমিং এর জন্য ভাল নয়। তাই যারা গেমিং করতে চান তাদের জন্য এই হেডফোন নয়।
সবশেষে বলে রাখি এই হেডফোনগুলোর দাম এখন একেক মার্কেটে একেক রকম হতে পারে। তাই দাম উল্লেখ করে দিলাম না। তবে এগুলোর দাম ৫০০ টাকার আশেপাশেই থাকার কথা। আর আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার হিসাব আমি তো শুধু আপনার সামনে এই হেডফোনগুলো তুলে ধরলাম। তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন। আর এমন আরও দারুন দারুন লেখা পেতে আমাদের সাথেই থাকুন এবং এই লেখাটি নিজের টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না।