আসুস তাদের আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এনেছে। আসুসের এই নতুন ল্যাপটপ টির নাম হল আসুস জেনবুক ফ্লিপ ১৩। এতে এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি র্যাম এর পাশাপাশি থাকছে ৪১ ডব্লিউ এইস ব্যাটারি।
চলুন জেনে নেয়া যাক এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:
এইচপি ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছের উইন্ডোজ টেন । এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর ৭ – ১০৬৫ জি ৭ প্রসেসর । এবং এতে গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স । এতে থাকছে ১৩.৩ ইঞ্চির একটি ডায়াগোনাল ডিসপ্লে যার রেজুলেশন হলো ১৯২০*১০৮০ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে ৪ সেলের সাথে থাকছে ৬৫ ডব্লিউ এইস ব্যাটারি । এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছে পিন গ্রে কালার । এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড । এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে আই আর আর জিবি ওয়েবক্যাম এবং সাথে থাকছে উইন্ডোজ হ্যালো সাপোর্ট । এখানে থাকছে ৬৫ ওয়াটের এসি পাওয়ার এডাপ্টার । ল্যাপটপের বডি ডাইমেনশন হল ৩০.৫*২১.১*১.৩৯ সেন্টিমিটার।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে:
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ১১৭০০০ টাকা।