সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করা ফ্লাইট এক্সপার্টে নামে অনলাইন ট্রাভেল এজেন্সি অধিগ্রহণ করল দেশে ই-কমার্স জায়ান্টে ইভ্যালি । অনলাইন ট্রাভেল এজেন্সি অধিগ্রহণের মধ্যমে পর্যটন খাতের ব্যবসায় প্রবেশ করল ইভ্যালি । মূলত দেশের পর্যটন খাতের ব্যবসায় প্রবেশ করতে এই ফ্লাইট এক্সপার্টে নামে অনলাইন ট্রাভেল এজেন্সি অধিগ্রহণ করল প্রতিষ্ঠানটি।
গত রাতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
সারা বিশ্বে কার্যক্রম পরিচালনা করা ফ্লাইট এক্সপার্টে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ৫০০ এর বেশি এয়ারলাইন্স এবং সাড়ে ৯ লাখ হোটেল-রিসোর্ট যুক্ত রয়েছে। দেশে ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।
৮ জন উদ্যোক্তা নিয়ে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় ইভ্যালির। যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটিতে এখন কাজ করছে প্রায় নয় শতাধিক কর্মী। এছাড়াও চুক্তিভিত্তিক ফ্রিল্যান্সার হিসেবে দেশজুড়ে কাজ করছে ছয় হাজারের বেশি ডেলিভারি বয় তথা ‘ইভ্যালি হিরো’। প্রতিষ্ঠার প্রায় দুই বছরের মধ্যে ৫০ লক্ষাধিক গ্রাহক এবং ২০ হাজারের বেশি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিজেদের প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়।
ইভ্যালি সূত্রে জানা গেছে, করোনার মাঝে যখন অনেক ব্যবসা প্রতিষ্ঠানে নতুন নিয়োগের বদলে পুরনো কর্মী ছাঁটাই, বেতন না দেওয়া বা বেতনের একটি অংশ কেটে দেওয়ার মতো অবস্থা হয়েছে তখন ইভ্যালি নতুনদের নিয়োগ দিয়েছে। করোনার সময়েই মনে হয় সবথেকে বেশি কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।
এছাড়া অনলাইন ব্যবসা খাতে নতুন নতুন বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে ইভ্যালি। ইফুডের পর ইজবস ও ইহেলথ নিয়ে বেশ জোরেশোরেই এগুচ্ছে তারা।