চলতি জুন মাসে এবং জুলাইয়ে দুটি রিয়েলমি জিটি ফোন গ্লোবাল মার্কেটে আনবে। তবে রিপোর্টে বলছে কেবল দুটি নয়, সংস্থাটি আসন্ন মাসে একাধিক নতুন ডিভাইস চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে সম্প্রতি বেশ আকস্মিকভাবেই রিয়েলমি-র অফিসিয়াল ওয়েবসাইটে কিছু স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। এই ফোন তিনটির নাম- রিয়েলমি ৯, রিয়েলমি জিটি ২ এবং রিয়েলমি এক্সটি ৩।
২০১৯ সালে রিয়েলমি এক্সটি ফোন লঞ্চ করেছিল। তারপর থেকে এই সিরিজের অধীনে আর কোনো নতুন ফোন বাজারে আসেনি; এমনকি সংস্থাটিকে নতুন এক্সটি ফোনের ব্যাপারে কিছু বলতেও শোনা যায়নি।
জুনে বিশ্ববাজারে দুটি রিয়েলমি জিটি ৫জি ফোন মুক্তি পাবে। এর মধ্যে রিয়েলমি জিটি ৫জি পারফরম্যান্স ফ্ল্যাগশিপে ৬.৪৩-ইঞ্চি ডিসপ্লে, লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং ৬৪ এমপি প্রাইমারী ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তদুপরি, আশা করা হচ্ছে যে এটির সবচেয়ে বেশি স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টটির দাম ৪৫০ ইউরো ।