প্রযুক্তিবাজারে ক্রেতাদের জন্য নতুন ইয়ারবাডস নিয়ে এসেছে চীনের অন্যতম স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো। অপো রেনো সিক্স সিরিজের সঙ্গে এ নতুন ইয়ারবাড বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।
অপো এনকো ফ্রি টু ইয়ারবাডসের ডিজাইন খুবই আধুনিক এবং ব্যবহারকারীদের জন্য আরামদায়ক। এতে ইউএসবি টাইপ সি চার্জিং সুবিধা দেয়া হয়েছে এবং এটি ৪২ ডেসিবল পর্যন্ত উচ্চমাত্রার শব্দ তরঙ্গ দূর করতে পারে। আইপি৫৪ সনদপ্রাপ্ত হওয়ায় এ ইয়ারবাডে ধুলোবালি বা পানি প্রবেশ করবে না।
অপো এনকো ফ্রি টু ইয়ারবাডসে ব্লুটুথ ভার্সন ৫.২ রয়েছে এবং এটি ডিম্বাকৃতির একটি বক্সে চার্জারে বসানো থাকে। প্রযুক্তিবিদদের ধারণা অ্যাপলের এয়ারপডস প্রোর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই অপো এ ডিজাইনের বক্স তৈরি করেছে। বক্সের ভেতরে বিভিন্ন আকৃতির ইয়ারটিপস, একটি ইউএসবি টাইপ সি টু ইউএসবি টাইপ এ কেবল, প্রয়োজনীয় কাগজপত্র, দুটি ইয়ারবাডস ও একটি চার্জিং বক্স রয়েছে।
এ ইয়ারবাডস একবার কোনো স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা হলে পরবর্তী সময়ে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এবং যখন ইয়ারবাডস খুলে রাখা হবে তখন গান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অপো এনকো ফ্রি টু ইয়ারবাডসে নয়েজ রিডাকশন ফিচার চালু করে টানা ৪ ঘণ্টা গান বাজানো যাবে। যদি এ ফিচার বন্ধ করে রাখা হয় তাহলে এক চার্জে ইয়ারবাডসগুলো সাড়ে ৬ ঘণ্টা পর্যন্ত চলবে। এ ইয়ারবাডসে ৪১ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এর বাইরে চার্জিং বক্সে ৪৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ইয়ারবাডস ও চার্জার বক্স একত্রে সম্পূর্ণ চার্জ হতে দেড় ঘণ্টার মতো সময় লাগবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্লাটফর্মেই এ ইয়ারবাডস ব্যবহার করা যাবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
অপো এনকো ফ্রি টু ইয়ারবাডসে উন্নত মানের অ্যান্টি-উয়াইন্ড নয়েজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সেই সঙ্গে এতে তিনটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। যেগুলো ফোন কলের ক্ষেত্রে নয়েজ দূর করতে সাহায্য করে। এ ইয়ারবাডসে ১০ মিলিমিটারের ড্রাইভার রয়েছে, যেটি ২০ হাজার হার্টজ পর্যন্ত শব্দ তরঙ্গ ব্যবহারে সক্ষম। এটির ওজন ৪৭ দশমিক ৬ গ্রাম।
বাজারে গ্যালাক্সি হোয়াইট ও এক্সট্রিম নাইট ব্ল্যাক রঙে ইয়ারবাডসগুলো পাওয়া যাবে। এর বাজারমূল্য ৭ হাজার ৮০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে হতে পারে।