আইফোন ১৩ সিরিজ বাজারে আনার জন্য আঞ্চলিক সংস্থা ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (ইইসি) কাছ থেকে সনদ পেল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খবর জিএসএম অ্যারিনা।
অ্যাপল বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৩ সিরিজ বাজারে আনার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইইসি ছাড়া বিশ্বের অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে সনদ পাওয়া সম্ভব হয়নি।
ইইসির সনদে আইফোনের নতুন সিরিজের মডেল নম্বর প্রকাশ করা হয়েছে। মডেল নম্বরগুলো হলো এ২৬২৮, এ২৬৩০, এ২৬৩৪, এ২৬৩৫, এ২৬৪০, এ২৬৪৩ এবং এ২৬৪৫। এসব ডিভাইসে আইওএস চালু থাকবে বলে জানা গেছে।
অ্যাপল বলছে, তারা আইফোন ১২ সিরিজ আপডেট করার চিন্তা করছে। এর মধ্যে আইফোন মিনিও রয়েছে। নতুন আপডেটে ৫ ন্যানোমিটার এ-১৫ চিপ এবং নতুন ডিজাইনের নচ রাখা হবে। তাছাড়া প্রো মডেলগুলোতে ১২০ হার্জ এলটিপিও ওএলইডি স্ক্রিন রাখা হবে।
নতুন আইফোনের সিরিজে এফ/১.৮ অপটিকসসহ নতুন আল্ট্রাওয়াইড ক্যামেরা রাখা হবে। শোনা যাচ্ছে, এর প্রো ডিভাইসে মেইন ও আল্ট্রাওয়াইড স্ন্যাপার্সে সেন্সর শিফট স্ট্যাবিলাইজেশন রাখা হবে। আইফোন ১৩ মিনির ব্যাটারিতে চার্জ নেয়ার ক্ষমতা থাকবে ২ হাজার ৪০৬ এমএএইচ। অন্যদিকে আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রোতে চার্জ নেয়ার ক্ষমতা ৩ হাজার ৯৫ এমএএইচ এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সে ৪ হাজার ৩৫২ এমএএইচ থাকবে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্যামেরায় পরিবর্তন, ব্যাটারির শক্তিশালী চার্জ ধারণ ক্ষমতা, নতুন ডিজাইনের ডিসপ্লে ও নচ, এ-১৫ চিপ ও নতুন ফাইভ-জি মডেম আসতে পারে।