রিয়েলমি তাদের আরও একটি নিউ ব্র্যান্ড ফোন রিয়েলমি ভি ২৫ লঞ্চ করতে যাচ্ছে। ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র একটি ভেরিয়েন্ট । ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৩২ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ও ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি ।
প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে এবং বডি নিয়ে:
এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপি, এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ।এর পিপিআই ডেনসিটি হলো ৪০৫ । এতে থাকছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার এমোলেড ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর।
এবারে কথা বলি ফোনটির হার্ডওয়্যার নিয়ে:
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনন ৭৬৮ জি একটি অক্টা কোর প্রসেসর । ফোনটি পাওয়া যাচ্ছে ১ টি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি র্যাম ।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে :
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ৩২ মেগাপিক্সেল এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এবারে কথা বলি ফোনটির ব্যাটারি -চার্জার এবং কালার নিয়ে:
এই ফোনে থাকছে ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ৬৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে:
বাংলাদেশের বাজারে ফোনটির আনঅফিসিয়াল দাম হচ্ছে ২২৫০০ টাকা।