অ্যাপল আইফোন ১২ এবং অ্যাপল আইফোন ১২ মিনি উভয় মোবাইলগুলোর ফিচার প্রায় একই রকম কিন্তু সাইজে এটি ছোট বড় করা হয়েছে। এর ফলে মূল্যের ও কিছুটা তারতম্য রয়েছে। এখানে ২ টি মোবাইল ই সেরা তবে এদের মধ্যেও কিছু ভিন্নতা লক্ষ্য করা গেছে তা তুলে ধরা হবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
অ্যাপল আইফোন ১২ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.১ ইঞ্চি বিশিষ্ট সুপার রেটিনা এক্স ডি আ ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হয়েছে ১১৭০X২৫৩২ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৬০ এবং নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ঘর্ষণ প্রতিরোধী গ্লাস ও ওলিওফোবিক কোটিং।
অ্যাপল আইফোন ১২ মিনিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৫.৪ ইঞ্চি বিশিষ্ট সুপার রেটিনা এক্স ডি আ ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৭৬ এবং নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ঘর্ষণ প্রতিরোধী গ্লাস ও ওলিওফোবিক কোটিং।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
অ্যাপল আইফোন ১২ঃ এই মোবাইলটির আয়তন হবে ১৪৬.৭X৭১.৫X৭.৪ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৬৪ গ্রাম।
অ্যাপল আইফোন ১২ মিনিঃ এই মোবাইলটির আয়তন হবে ১৩১.৫X৬৪.২X৭.৪ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৩৫ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
অ্যাপল আইফোন ১২ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে অ্যাপল এ ১৪ বায়োনিক হেক্সাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাপল জি পি ইউ (৪ কোর গ্রাফিক্স)। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ২,৮৫১ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফেস আনলক, কিউ আই ১৫ ওয়াটের ফাস্ট চার্জ, আই ও এস ১৪, ন্যানো+ ই সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে জলপ্রতিরোধী, ধূলা প্রতিরোধী, ওয়্যারলেস চার্জ সিস্টেম, অ্যাপল পে সহ যাবতীয় সুবিধা।
অ্যাপল আইফোন ১২ মিমিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে অ্যাপল এ ১৪ বায়োনিক হেক্সাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাপল জি পি ইউ (৪ কোর গ্রাফিক্স)। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ২,২২৭ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফেস আনলক, কিউ আই ১৫ ওয়াটের ফাস্ট চার্জ, আই ও এস ১৪, সিঙ্গেল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে জলপ্রতিরোধী, ধূলা প্রতিরোধী, ওয়্যারলেস চার্জ সিস্টেম, অ্যাপল পে সহ যাবতীয় সুবিধা।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
অ্যাপল আইফোন ১২ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। উক্ত ক্যামেরাগুলো হল যথাক্রমে ১২ মেগাপিক্সেলের ওয়াইড ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ফ্রন্ট ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর, ডলবি ভিশন এইচ ডি আর, ও আই এস, গাইরো-ই আই এস, ৪ কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা। উভয় ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
অ্যাপল আইফোন ১২ মিনিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। উক্ত ক্যামেরাগুলো হল যথাক্রমে ১২ মেগাপিক্সেলের ওয়াইড ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ফ্রন্ট ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর, ডলবি ভিশন এইচ ডি আর, ও আই এস, গাইরো-ই আই এস, ৪ কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা। উভয় ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
অ্যাপল আইফোন ১২ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯১,০৮০ টাকা।
অ্যাপল আইফোন ১২ মিনিঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯,৬৮১ টাকা।
এখানে ২ টি ফোনই মোটামুটি একই কনফিগারের। ক্রেতা তার পছন্দ অনুযায়ী যে কোনটি নিতে পারে। যদি আমার ব্যক্তিগতভাবে বলি তাহলে আমার কাছে অ্যাপল আইফোন ১২ মিনি মোবাইলটি বেশি ভাল লেগেছে এবং সেরা মনে হয়েছে। কারণ ফিচার মোটামুটি একই কিন্তু মূল্যে অনেক বেশিই কমবেশি রয়েছে। তবে যারা একটু বড় সাইজের ফোন পছন্দ করেন তাদের জন্য অ্যাপল আইফোন ১২ মোবাইলটির অপশন রয়েছে।