১১৭টি স্পোর্টস মুডের সুবিধা নিয়ে বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভ নামে বাজারে এটি পাওয়া যাবে। রিভল্ভ অ্যাকটিভ এর আগের ভার্সনের তুলনায় ওজনে অনেকটা হালকা।
এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভে ১.৩৯ ইঞ্চির ৪৫৪–৪৫৪ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে প্রদান করা হয়েছে। এর সর্বোচ্চ উজ্জ্বলতার হার ৪৫০ নিটস। এতে ১১০টি ফেস মুড রয়েছে, যেগুলো পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। নতুন স্মার্টওয়াচে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিওটু) মনিটরিং ফিচার রয়েছে। এ ফিচার ব্যবহারকারী করোনায় আক্রান্ত কিনা কিংবা নিদ্রাহীনতায় ভুগছে কিনা, ব্যবহারকারীর ঘুমের পরিমাণ, হার্ট রেট ও উদ্বিগ্নতার হার নির্ধারণ করতে পারে।
এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভে ভিওটু ম্যাক্স সেন্সর থাকায় ব্যায়ামের সময় আপনার শরীরে কী পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হচ্ছে তাও পরিমাপ করা যাবে। এ স্মার্টওয়াচে বিল্ট ইন জিপিএস এবং ১১৭টি স্পোর্টস মুড রয়েছে, যার মধ্যে ১৭টিই পেশাদার পর্যায়ের। এতে পেশাদার পর্যায়ে ইয়োগা, ট্রায়াথলনস, সুইমিং ও এইচআইআইটি মুড রয়েছে।
এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভে ফাইভএটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার রয়েছে। ফলে পানির ৫০ মিটার নিচ পর্যন্ত এটি সুরক্ষিত থাকবে। এতে ১২ ন্যানোমিটারের আইরোহা জিপিএস চিপ ব্যবহার করা হয়েছে। যেটি লোকেশন নির্ধারণের জন্য জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও ও বিডিএস পদ্ধতি ব্যবহার করে। এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভে ৪২০ মিলি অ্যাম্পেয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে এক চার্জে এ স্মার্টওয়াচ টানা ১৪ দিন চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যান্য সুবিধার মধ্যে এতে বডি এনার্জি মনিটর, কল ও টেক্সট নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, ইন বিল্ট অ্যালেক্সা সাপোর্ট, স্টপওয়াচ, এলার্ম, টাইমার, ফাইন্ড মাই ফোন, ফ্ল্যাশলাইট রয়েছে।
এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভের বাজারমূল্য সাড়ে ১১ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে। এমআই ওয়াচ রিভল্ভ অ্যাকটিভে কালো, নীল, সবুজ, সাদা ও বেগুনি রঙের সিলিকনের বেল্ট ব্যবহার করা হয়েছে।